লেবাননের সামরিক বাহিনী ও সশস্ত্রব্যক্তিদের মধ্যে সংঘটিত সংঘর্ষে ২০ মে উত্তর লেবাননের ট্রিপোলির কাছাকাছি ৪৮জন নিহত হয়েছে। লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা এ দিন জাতীয় সামরিক বাহিনীর ওপর চালানো হামলা নিন্দা করেছেন।
লেবাননের সামরিক বাহিনীর সদর দপ্তর বিবৃতিতে বলেছে, ট্রিপোলির কাছে একটি শরণার্থী শিবিরে লেবাননের নিরাপত্তা রক্ষী বাহিনী ও 'ফাতাহ আল-ইসলাম' সংস্থার সশস্ত্রব্যক্তিদের মধ্যে সংঘর্ষ ঘটে। এ দিন সন্ধ্যায় লেবাননের সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে, সংঘর্ষে কমপক্ষে ২৩জন সৈন্য, ১৫জন সশস্ত্রব্যক্তি এবং ১০জন বেসামরিক লোক নিহত হয়েছে।
অন্য খবরে প্রকাশ, সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ দিন বলেছে, উত্তর লেবাননের নিরাপত্তা পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, সিরিয়া ও লেবাননের জনগণের নিরাপত্তা সংরক্ষণের জন্য, সিরিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় অস্থায়ীভাবে দু'দেশের সীমান্তের দুটো স্থলবন্দর বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে।
|