v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-21 13:55:28    
পরবর্তী অনুষ্ঠানমালা --- ২০০৭/৫/২১

cri
    সম্প্রতি চীন নিজস্বভাবে তৈরী একটি নতুন পর্যায়ের ফিউসন শক্তি সংক্রান্ত পারমাণবিক পরীক্ষার কাজ শুরু করেছে। এ পরীক্ষা বিশ্বে প্রথম আনুষ্ঠানিকভাবে চালু হওয়ায় বিভিন্ন দেশের বেসরকারী পারমাণবিক শক্তি সংক্রান্ত প্রযুক্তির উন্নয়ন এবং "কৃত্রিম রোদসম্পদ" এর স্বপ্ন বাস্তবায়নের জন্য অনেক সহায়ক হয়েছে। ২১ মে বিজ্ঞান বিচিত্রা আসরে আমরা এ বিষয় নিয়ে আলোচনা করবো।

    ২০০৮ সালের ওলিম্পিক গেমস ঘনিয়ে আসছে। চীনের রাজধানী পেইচিংয়ে প্রস্তুতির কাজ পুরোদমে চলছে। সাম্প্রতিক বছরগুলোতে পেইচিং পৌর সরকার পুরাকীর্তি রক্ষার অনেক ব্যবস্থা নিয়েছে। পেইচিং শহরের পুরার্কীর্তি ব্যুরোর প্রধান খং ফান সি বলেছেন, পেইচিং মহানগরের পুরাকীর্তি সংরক্ষন প্রচেষ্টা ওলিম্পিক গেমসের জন্য উত্তম সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি করবে। ২২ মে সংস্কৃতির সম্ভার আসরে ফাং সিয়াও ছিয়েন এ সম্পর্কে বিস্তারিতভাবে জানাবেন।

    গত কয়েক বছর চীনের সবচেয়ে বড় শহর শাংহাইয়ের অর্থনীতির দ্রুত উন্নয়ন এবং তাইওয়ান প্রণালীর দুই পাড়ের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক ঘন ঘন বিনিময়ের সঙ্গে সঙ্গে শাংহাই ক্রমেই মাতৃভূমিতে তাইওয়ানবাসীদের পুঁজি বিনিয়োগের একটি প্রধান স্থানে পরিণত হয়েছে। যেসব তাইওয়ানবাসী দীর্ঘদিন ধরে শাংহাইতে বসবাস করছেন, স্বাভাবিকভাবে সেসব তাইওয়ানবাসী তাদের কাজে ও জীবনযাপন অসুবিধার সম্মুখীণ হন। এমন সময় সর্বপ্রথমে শাংহাই পৌর গণ সরকারের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের কথা তাদের মনে পড়ে। ২৩ মে সমাজ দর্পন আসরে শি চিং উ এ সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

    কৃষি উত্পাদন বরাবরই মধ্য চীনের আন হুই প্রদেশের একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ প্রদেশের ৭০ শতাংশ লোক গ্রামাঞ্চলে বসবাস করেন। এ প্রদেশের অর্থনীতিতে কৃষির অনুপাত প্রায় অর্ধেক। অথচ গত কয়েক বছর এ প্রদেশের কোনো কোনো এলাকায় পোষাক ও জুতো তৈরিসহ বিভিন্ন হাল্কা শিল্পের উন্নতি হয়েছে। স্থানীয় কৃষকরা নিছক কৃষি উত্পাদনে নিয়োজিত থাকা থেকে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে কাজ করতে শুরু করেছেন। এতে তাদের আয়ের উত্স আগের চেয়ে আরো স্থিতিশীল হয়েছে এবং তাদের অবসরকালীন সাংস্কৃতিক জীবনও আগের চেয়ে আরো বৈচিত্র্যময় হয়ে উঠছে। ২৫ মে সেই গ্রাম এই জীবন আসরে শি ছিং উ এ সম্পর্কে আপনাদের কিছু বলবেন।

    উত্তর চীনের অন্তঃর্মঙ্গোলিয়া স্বায়ত্তশাসিত অঞ্চল তার বিস্তীর্ণ প্রাকৃতিক তৃণর্ভমির জন্য প্রসিদ্ধ। তৃণভূমিতে পশুপালকরা তাবুতে থাকতেন, ভেড়াসহ গবাদি পশু চরাতেন এবং তারা যাযাবরের মত জীবনযাপন করতেন। অন্তঃর্মঙ্গোলিয়ার তৃণভূমিতে পশুপালকদের জীবনধারা কী কী পরিবর্তন হয়েছে? ২৬ মে ওরা অনন্য আসরে অন্তঃর্মঙ্গোলিয়ার সবচেয়ে উত্তরাংশের উচুমুছিং তৃণভূমিতে বসবাসকারী পশুপালকদের এখনকার জীবনধারা সম্পর্কে আপনাদের কিছু বলবেন থাং ইয়াও খান।

    তা ছাড়া প্রতি দিন আরো রয়েছে খবর এবং অন্যান্য নিয়মিত অনুষ্ঠান। সময় মত সি আর আই এর বাংলা অনুষ্ঠানগুলো শোনার জন্য আগে থেকেই সকল শ্রোতাবন্ধুদের সাদর আমন্ত্রণ জানিয়ে রাখছি।