ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আলি হোসেইনি ২০ মে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে অনুষ্ঠিতব্যইরাকের নিরাপত্তা পরিস্থিতি সংক্রান্ত বৈঠকে ইরানের পরমাণু সমস্যা নিয়ে আলোচনা হবে না। এক প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, ইরান ইরাক সমস্যার সঙ্গে ইরানের পরমাণু সমস্যার কোন সম্পর্ক নেই। যদি কেউ এ দু'টো সমস্যাকে এক সঙ্গে সংযুক্ত করতে চায় তাহলে ইরান তার তীব্র বিরোধীতা করবে।
গত ১৯ মে ইরানের পররাষ্ট্র মন্ত্রী মোটাকি বলেছেন, আগামী ২৮ মে বাগদাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে রাষ্ট্রদূত পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হবে। জানা গেছে, ইরাকের প্রতিনিধিরাও এই বৈঠকে অংশ নেবেন।
|