চীনের সপ্তম জাতীয় প্রতিবন্ধী গেমস ২০ মে চীনের খুনমিং শহরে শেষ হয়েছে। এবারের গেমসে খেলোয়াড়রা মোট ৮১৫টি স্বর্ণপদক পেয়েছেন। এর মধ্যে দৌঁড়-ঝাঁপ নিক্ষেপ, সুইমিং ও ভারুত্তোলন প্রতিযোগিতায় ৯১ টি বিশ্ব রেকর্ড ছাড়িয়ে গেছে।
১২ থেকে ২০ মে অনুষ্ঠিত এবারের প্রতিবন্ধী গেমসে ঘূর্ণায়মান চেয়ার ফেন্সিং, ঘূর্ণায়মান চেয়ার টেনিস ও অন্ধ ক্রোকেইসহ ২০টি প্রতিযোগিতামূলক ইভেন্ট ছিল। চীনের ২৩টি প্রদেশ, ৪টি মহানগর ও ৫টি স্বায়ত্তশাসিত অঞ্চল ও হংকং, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল থেকে ৪ হাজারের বেশী খেলোয়াড় এবারের গেমসে অংশ নেন।
জানা গেছে, এবারের প্রতিবন্ধী গেমস হচ্ছে পেইচিং অলিম্পিক গেমসের ২০০৮-এর আগের গুরুত্বপূর্ণ চর্চা। এর মাধ্যমে ২০০৮ পেইচিং প্রতিবন্ধী অলিম্পিক গেমসের জন্য খেলোয়াড় নির্বাচিত হবে।
|