 ফিলিস্তিনের জাতীয় ঐক্য সরকারের তথ্যমন্ত্রী মুস্তফা বার্ঘুটি শনিবার বলেছেন , শনিবার আল ফাত্তাহ ও হামাসের মধ্যে আবারো যুদ্ধ-বিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছে , যাতে পরিস্থিতির আরো অবনতি না হয় ।

ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস এবং হামাসের নির্বাসিত নেতা খালেদ মাশালের সম্মতি লাভের পর গাজায় মিশরীয় দূতাবাসে এ যুদ্ধ-বিরতি চুক্তি স্বাক্ষরিত হয় । চুক্তিটিতে দু পক্ষ রাস্তা থেকে নিজ নিজ জংগীদের সরিয়ে নেয়া , প্রতিবন্ধকতা অপসারণ করা এবং জিম্মীদের বিনিময় করার প্রতিশ্রুতি দিয়েছে ।
শনিবার সন্ধ্যায় মিশরের প্রেসিডেন্ট হোসনি মোবারক আব্বাসের সংগে এক টেলিফোন আলাপে ফিলিস্তিনের বিভিন্ন পক্ষের প্রতি অবিলম্বে যুদ্ধ বিরতি পালন এবং মিশরীয় নিরাপত্তা কর্মীদের মধ্যস্থতায় স্বাক্ষরিত যুদ্ধ বিরতি চুক্তি মেনে চলার আহবান জানিয়েছেন ।

এ যুদ্ধ বিরতি চুক্তি স্বাক্ষরের পর মিশরীয় পররাষ্ট্রমন্ত্রী আহমেদ আবুল ঘেইট এক বিবৃতিতে ফিলিস্তিনের বিভিন্ন পক্ষের প্রতি যুদ্ধ বিরতি পালন এবং অভ্যন্তরীণ লড়াই বন্ধ করার আহবান জানিয়েছেন ।
|