নেপালের স্থানীয় গণ মাধ্যমের ২০ মের এক খবরে প্রকাশ, নেপালের দক্ষিণাংশের সাম্প্রদায়িক সংগঠন মাধিসি গণ অধিকার ফোরাম শনিবার ঘোষণা করেছে যে , তার সংগঠন ভবিষ্যতে আর সাধারণ ধর্মঘট ও পরিবহন ধর্মঘট সংগঠিত করবে না । একই সময় তারা আর বলপ্রয়োগ না করারও প্রতিশ্রতি দিয়েছে ।
বর্তমানে মাধিসি গণ অধিকার ফোরাম ও নেপাল সরকারের মধ্যে যে আলোচনা চলছে , তা সফল হওয়ার পথে রয়েছে । এ সংগঠন নেপাল সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিষ্ণ প্রাসাদ সিতাওলার পদত্যাগের দাবী ছেড়ে দিয়েছে এবং সরকারের উত্থাপিত এ বছরের গোড়ার দিকে নেপালের দক্ষিণাংশে সংঘটিত দাংগা-হাংগামা এবং মাওবাদী কমিউনিস্ট পার্টির সদস্যদের হত্যা ঘটনার উপর তদন্ত চালানোর প্রস্তাব গ্রহণ করেছে ।
নেপালের দক্ষিণাংশের সমতলভূমিতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত মাধিসিদের সংগঠন মনে করে যে, গত ১৫ জানুয়ারীতে জারিকৃত নেপালের অস্থায়ী সংবিধানে তাদের অধিকার ও স্বার্থ নিশ্চিত করা হয় নি । সুতরাং এ নতুন সংবিধান জারি করার পর এ সংগঠন ধর্মঘট ও বিক্ষোভসহ নানা প্রতিবাদমূলক তত্পরতা চালিয়েছে ।
|