চীন ইতিমধ্যে বিশ্বের ৭০টি দেশ ও অঞ্চলের সঙ্গে চীনের ঐতিহ্যিক চিকিত্সা পদ্ধতি প্রচার ও ভেষজ ওষুধ কেনার চুক্তি স্বাক্ষর করেছে । চীনের ভেষজ ওষুদ বিশ্বের ১৩৫টি দেশ ও অঞ্চলে রপ্তানি করা হয়েছে । কিছু দিন আগে দক্ষিণ চীনের কুয়াং চৌ শহরে অনুষ্ঠিত সেন নুন ঐতিহ্যিক চীনা চিকিত্সা পদ্ধতি ও ভেষজ ওষুধ উন্নয়ন ফোরামে আমাদের সংবাদদাতা এই তথ্য পেয়েছেন ।
চীন সরকারের পরিকল্পনা অনুযায়ী , পরবর্তীকালে চীন ঐতিহ্যিক চীনা চিকিত্সা পদ্ধতি ও ভেষজওষুধ ক্ষেত্রের বৈদেশিক বিনিময় ও সহযোগিতা আরো জোরদার করবে । চীনের জাতীয় ঐতিহ্যিক চীনা চিকিত্সা পদ্ধতি ও ভেষজ ওষুধ পরিচালনা ব্যুরো বিদেশে চীনা চিকিত্সা পদ্ধতি ও ভেষজ ওষুধের গবেষণা চালাবে , বেশ কয়েকটি বিনিময় ও সহযোগিতা ঘাঁটি প্রতিষ্ঠা করবে এবং এ ক্ষেত্রে বৈদেশিক সহযোগিতা বাড়ানোর ওয়েবসাইট প্রতিষ্ঠা করবে ।
পরবর্তীকালে চীন ঐতিহ্যিক চীনা চিকিত্সার পদ্ধতিতে এইডস রোগসহ গুরুতর রোগ প্রতিরোধের সামর্থ্য বাড়ানোর প্রচেষ্টাও চালাবে।
|