আফগান বাহিনী ১৯ মে স্বীকার করেছে যে, আফগান সরকারি বাহিনী এবং যৌথ বাহিনী ১৮ মে দুটি যুদ্ধে ৮৭জন সরকার-বিরোধী তালিবান সশস্ত্র যোদ্ধাকে হত্যা করেছে।
আফগান সরকার জানায়, সরকারি বাহিনী ও যৌথ বাহিনী ১৮ মে পূর্ব আফগানিস্তানের পাকটিয়া প্রদেশের জাজি অঞ্চলে তালিবান সশস্ত্র যোদ্ধাদের উপর হামলা চালায় এবং ৬৭জনকে হত্যা করে। একই দিন রাতে আরো ২০জন তালিবান যোদ্ধাকে হত্যা করে।
অন্য খবরে জানা গেছে, উত্তর আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে একটি আত্মঘাতি বোমা বিস্ফোরণে ৩জন জার্মান সৈন্য এবং ৬জন নিরিহ মানুষ প্রাণ হারিয়েছে।
|