সুদানে আফ্রিকান ইউনিয়নের পাঠানো একজন বিশেষ কর্মকর্তা ১৮ মে বলেছেন, এ দিন আফ্রিকান ইউনিয়ন ও সুদানের সশস্ত্র সংস্থা 'সুদান মুক্ত আন্দোলন'-এর মিন্নি মিন্নায়ের মধ্যে সংশ্লিষ্ট চুক্তি হয়েছে। যাতে সুদানের উত্তর-পশ্চিম দার্ফুর অঞ্চলের উম বারো জেলার উত্তেজনাময় পরিস্থিতি প্রশমিত করা যায়।
আফ্রিকান ইউনিয়নের কর্মকর্তারা বলেছেন, উম বারো জেলার বিভিন্ন সম্প্রদায়ের ব্যক্তিরা চুক্তি স্বাক্ষর করেছেন। চুক্তিতে তিন পক্ষ রাজী হয়েছে যে, অধিবাসীদের কল্যাণ ও নিরাপত্তার বিষয় প্রথমে রাখা হবে। এর পাশা পাশি, তিন পক্ষ স্বাধীন তদন্ত কমিটি প্রতিষ্ঠায় রাজী হয়েছে। যাতে এপ্রিল মাসের প্রথম দিকে সংঘটিত সশস্ত্র হামলা তদন্ত করা যায়। ঘটনাস্থলে আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীর ২০ মে থেকে দৈনন্দিন টহল আবার শুরু হবে।
|