চীন-মার্কিন দ্বিতীয় কৌশলগত অর্থনৈতিক সংলাপে চীনের প্রতিনিধি চীনের উপ প্রধান মন্ত্রী উ ই ১৭ মে বলেছেন , চীন ও যুক্তরাষ্ট্রের আর্থ-বাণিজ্যিক সম্পর্ক হচ্ছে পারস্পরিক উপকারিতামূলক ।
এদিন "ওয়াল স্ট্রিট জানলে" প্রকাশিত উ ই তাঁর এক প্রবন্ধে বলেছেন , বাণিজ্য ক্ষেত্রে চীন ও যুক্তরাষ্ট্র পরস্পরের ওপর নির্ভরশীল । যদিও দু'পক্ষের মতানৈক্য রয়েছে, তবুও দু'দেশের বাণিজ্যিক সম্পর্ক পরস্পরের জন্য উপকারিতামূলক ।
যুক্তরাষ্ট্রে কেউ কেউ চীন-মার্কিন বাণিজ্যের ভারসাম্যহীন সমস্যাকে বড় করে তুলেছে এবং বলেছে , অর্থনৈতিক কাঠামোর পূর্ণবিন্যাস ও অর্থনীতির বিশ্বায়নে যুক্তরাষ্ট্রের সম্মুখীন সমস্যাগুলো যেন চীনের দায় । উ ই এ আচরণের বিরুদ্ধে অভিযোগ করে বলেছেন , চীন বাণিজ্যিক অনুকুল উদ্ধৃত্ত চায় না , পাশা পাশি চীন অভ্যন্তরীণ চাহিদা বাড়ানোর জন্যও কার্যকর ব্যবস্থা নিচ্ছে ।
উ ই বলেছেন , চীন ও যুক্তরাষ্ট্রের পারস্পরিক আস্থা বাড়ানো খুবই গুরুত্বপূর্ণ । দু'দেশের কৌশলগত অর্থনৈতিক সংলাপ ব্যবস্থা ইতোমধ্যেই দু'দেশের অর্থনীতি সম্পর্কিত সমস্যা সংক্রান্ত আলোচনার গুরত্বপূর্ণ মঞ্চ হয়েছে ।
চীনের পররাষ্ট্র মন্ত্রী ইয়াং চেই ছি ১৮ মে পেইচিংয়ে বলেছেন , চীন সরকার অব্যাহতভাবে চীন-মার্কিন আর্থ-বাণিজ্যিক সম্পর্কের উন্নয়ন ত্বরান্বিত করবে । তা দু'দেশের জনগণের মৌলিক স্বার্থের সঙ্গে সংগতিপূর্ণ । একই সঙ্গে তা আঞ্চলিক ও বিশ্বের অর্থনীতির স্থিতিশীল উন্নয়নের জন্যও সহায়ক হবে ।
|