ভিয়েতনামের প্রেসিডেন্ট নুয়েন মিন ট্রিয়েটের চীন সফর শেষে ১৮ মে পেইচিংয়ে দু'দেশ একটি যৌথ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে । বিজ্ঞপ্তিতে বলা হয়েছে , দক্ষিণ সাগরের পরিস্থিতির স্থিতিশীলতা যাতে বজায় রাখা যায় , সেজন্য উভয় পক্ষ বিরোধের বিস্তৃতি সংক্রান্ত কোন পদক্ষেপ গ্রহণ করবে না ।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে , উভয় পক্ষ সম্মত হয়েছে যে , তারা মতৈক্য মেনে চলবে ও সামুদ্রিক সমস্যা বিষয়ক বৈঠকের ব্যবস্থা অব্যাহত রাখবে । এ ছাড়াও শান্তি আলোচনার মাধ্যমে উভয় পক্ষের জন্য গ্রহণযোজ্য একটি মৌলিক ও দীর্ঘস্থায়ী পদ্ধতিতে অবিচল থাকবে এবং যৌথ উন্নয়নের বিষয়ে সক্রিয়ভাবে সংলাপ করবে ।
উপসাগরের উত্তরাংশের সীমান্ত নির্ণয় , মত্স্য শিল্প, তেল ও গ্যাস উত্পাদনে সহযোগিতা প্রসঙ্গে উভয় পক্ষ এই মত প্রকাশ করেছে যে , তারা সক্রিয়ভাবে উপসাগরের উত্তরাংশে মত্স্য , পরিবেশ সংরক্ষণ , সামুদ্রিক উদ্ধার কাজ ও সমুদ্র সংক্রান্ত বৈজ্ঞানিক গবেষণা ক্ষেত্রে সহযোগিতা চালাবে , স্থিতিশীলভাবে উপসাগরের উত্তরাংশের বাইরের সীমান্ত নির্ণয় বিষয়ক বৈঠককে ত্বরান্বিত করবে এবং এই সমুদ্র সীমায় যৌথ উন্নয়নের ব্যাপারে সচেষ্ট থাকবে ।
|