১৮ মে চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওয়ের সঙ্গে পেইচিংয়ে সফররত ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী মার্গারেট বেকেট সাক্ষাত করেছেন। দু'পক্ষ চীন ও ব্রিটেনের সম্পর্কসহ নানা সমস্যা নিয়ে মত বিনিময় করেছেন।
চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চি শি ও চীন সফররত ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী মার্গারেট বেকেট ১৮ মে পেইচিংয়ে এক বৈঠকে মিলিত হয়েছেন এবং যৌথভাবে সংবাদদাতাদের সাক্ষাত্কার দিয়েছেন । বৈঠকে ইয়াং চি শি বলেছেন , বর্তমানে দু'দেশের সম্পর্ক অত্যন্ত সুষ্ঠু অবস্থায় রয়েছে । দু'দেশের সম্পর্ক আরো সম্প্রসারিত করা দু'দেশের জনগণ ও বিশ্ব জনগণের স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ । চীন সরকার ব্রিটেনের লেবার পার্টির সরকারের সঙ্গে দু'দেশের সম্পর্ককে আরো সম্প্রসারিত করার অপেক্ষায় রয়েছে ।
চীন ও ব্রিটেনের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫তম বার্ষিকী এবং মাতৃভূমির কোলে হংকংয়ের প্রত্যাবর্তনের দশম বার্ষিকী উপলক্ষে বেকেট চীন সফরে এসেছেন । আগামী মাসে বর্তমান অর্থ মন্ত্রী গর্ডন ব্রাউনও নতুন সরকারের প্রধান মন্ত্রী হয়ে যাচ্ছেন ।
ব্রিটেনের প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার দু'দেশের সম্পর্ক উন্নয়নের জন্য যে অবদান রেখেছেন , ইয়াং চি শি তার গভীর মূল্যায়ন করেছেন । তিনি বলেন ,
প্রধানমন্ত্রী ব্লেয়ার বহু বছর ধরে দু'দেশের সম্পর্ক উন্নয়নের জন্য যে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন , তিনি তার গভীর মূল্যায়ন করেছেন । দু'দেশের সম্পর্ককে আরো সম্প্রসারিত করার জন্য চীন সরকার মিঃ ব্রাউনের নেতৃত্বাধীন লেবার পার্টির সরকারের সঙ্গে সহযোগিতা চালাবার জন্য অপেক্ষা করছে ।
|