v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-18 19:02:17    
চীন আন্তর্জাতিক সন্ত্রাস দমন সহযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুকঃ থাং কুও ছিয়াং

cri
    জাতিসংঘের ভিয়েনা দফতরের স্থায়ী প্রতিনিধি থাং কুও ছিয়াং ১৭ মে ভিয়েনায় অনুষ্ঠিত " জাতিসংঘের কৌশলগত আন্তর্জাতিক সন্ত্রাস দমন সংক্রান্ত সম্মেলনে " বলেছেন, চীন জাতিসংঘের আন্তর্জাতিক সন্ত্রাস দমনের কৌশল অনুযায়ী, সক্রিয়ভাবে আন্তর্জাতিক সন্ত্রাস দমন সহযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক।

    সম্মেলনে ভাষণ দেয়ার সময় তিনি বলেছেন, " ৯-১১" ঘটনার পর, আন্তর্জাতিক সম্প্রদায়ের সন্ত্রাস দমন সহযোগিতা জোরদার করায় বেশ কিছু অগ্রগতি অর্জিত হয়েছে। তবে আন্তর্জাতিক সন্ত্রাস দমন ক্ষেত্রে আরও একটি জটিল পরিস্থিতি দেখা যাচ্ছে।

    তিনি বলেছেন, গত ৮ সেপ্টেম্বর জাতিসংঘ সাধারণ পরিষদ গৃহীত আন্তর্জাতিক সন্ত্রাস দমন কৌশল থেকে দেখা যায় যে, এ ব্যাপারে বিভিন্ন দেশের পৌঁছানো মতৈক্যে ও দৃঢ়প্রতিজ্ঞা প্রকাশ পেয়েছে। এটি আন্তর্জাতিক সন্ত্রাস দমনের ব্যাপারে দ্রুত কার্যকর করার জন্যে একটি কৌশলগত নীতি প্রদান করেছে। সংশ্লিষ্ট পক্ষগুলোর উচিত এ জন্য আরও প্রচেষ্টা চালানো। একই সঙ্গে সন্ত্রাস দমনে সংশ্লিষ্ট উন্নয়নশীল দেশগুলোর সামর্থ্যবাড়ানোর জন্য সাহায্য করতে হবে। যাতে এ ব্যাপারে তাদেরকে " দ্বিবিধ মানদন্ড"-এর ব্যবহার প্রতিরোধ করা যায়।