চীনের পররাষ্ট্রমন্ত্রী ইয়াং চিয়ে ছি ১৮ মে পেইচিং সফররত ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী মাদাম মার্গারেট বেকেটের সঙ্গে এক বৈঠকে বলেছেন, সংলাপ ও পরামর্শ হচ্ছে সুদানের দার্ফুর সমস্যার যথাযথ সমাধানের ফলপ্রসু উপায়।
ইয়াং চিয়ে ছি বলেছেন, বর্তমানে বিভিন্ন পক্ষ শান্তি রক্ষী তত্পরতা ও রাজনৈতিক প্রক্রিয়াকে ভারসাম্য তার সঙ্গে ত্বরান্বিত করা উচিত। চীন দার্ফুর সমস্যা যথাযথভাবে সমাধান সম্পর্কে বরাবরই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। চীন সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের সঙ্গে দার্ফুর এলাকার শান্তি ও স্থিতিশীলতা শিগ্গিরি বাস্তবায়নের কাজ ত্বরান্বিত করতে ইচ্ছুক।
বেকেট বলেছেন, ব্রিটেন চীনের সঙ্গে দার্ফুর সমস্যার ব্যাপারে যোগাযোগ বজায় রাখতে ইচ্ছুক। দু'দেশের পররাষ্ট্রমন্ত্রী জাতিসংঘের সংস্কার, আফ্রিকার উন্নয়ন, ইরাক ও ইরানের পারমাণবিক সমস্যা, ইউরোপীয় ইউনিয়নের একীকরণের প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছেন।
|