ফিলিস্তিনের নিরাপত্তা বিভাগের একজন কর্মকর্তা ১৮ মে বলেছেন , ইসরাইল এ দিন গাজার ওপর আবার বোমা বর্ষণ করেছে , এতে ৪ জন নিহত ও অন্য ৫ জন আহত হয়েছে ।
একজন প্রত্যক্ষদর্শী বলেছেন , স্থানীয় সময় ১৮ মে ভোরে উত্তর গাজার ওপর ইসরাইল দু'বার বোমা বর্ষণ করে । প্রথমবারের হামলার লক্ষ ছিল হামাসের সশস্ত্র দল "ইজেদেন আল ক্বাসাম ব্রিগেডের" একটি ঘাটিঁ । ঘাঁটিতে কেউ ছিল না বলে কোনো হতাহত হয় নি । এর পর ক্বাসাম ব্রিগেড ইসরাইলী বাহিনীর ওপর রকেট নিক্ষেপ করে , ইসরাইলী বাহিনীও তাদের ওপর বোমা বর্ষণ করে , এতে ৪ জন নিহত হয় । এসময় কিছু ফিলিস্তিনী তাদের সাহায্য করার জন্যঘটনাস্থলে এলে , ইসরাইলী বাহিনী পুনরায় তাদের ওপরও হামলা চালায় ।
১৭ মে ইসরাইল উত্তর গাজার ওপর ধারাবাহিকভাবে বোমা বর্ষণ করে , এ হামলায় কমপক্ষে ৭ জন ফিলিস্তিনী নিহত এবং আরো দশ বারো জন আহত হয়েছে ।
|