গুর্বুনগালি বের্দিমুখামেদভ ১৯৫৭ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭৯ সালে তিনি তুর্কমেনিস্তানের চিকিত্সা বিশ্ববিদ্যালয় থেকে মুখ গহবর বিভাগ থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন। ১৯৮৭ থেকে ১৯৯০ সাল পর্যন্ত তিনি মস্কোয় চিকিত্সা বিষয়ে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। ১৯৯০ থেকে ১৯৯৫ সাল পর্যন্ত তিনি তুর্কমেনিস্তান চিকিত্সা বিশ্ববিদ্যালয়ের মুখ গহবর বিভাগে শিক্ষকতা করেন।
১৯৯৫ সালে বের্দিমুখামেদভ তুর্কমেনিস্তানের চিকিত্সা ও ওষুধ মন্ত্রণালয়ের মুখ গহবর কেন্দ্রের পরিচালকের দায়িত্ব পালন করেন। ১৯৯৭ সালের মে মাসে তিনি তুর্কমেনিস্তানের স্বাস্থ্য ও ওষুধ মন্ত্রীর দায়িত্ব পালন করনে। ২০০১ সালের এপ্রিল মাসে তিনি তুর্কমেনিস্তানের উপপ্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
২০০৬ সালের ২১ ডিসেম্বর মাসে তুর্কমেনিস্তানের সাবেক প্রেসিডেন্ট সাবারমুরাট নিইয়াজভ হৃদরোগে মারা যান। তুর্কমেনিস্তানের জাতীয় নিরাপত্তা কমিশন গুর্বুনগালি বের্দিমুখামেদভকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ও সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কমান্ডার পদে নিযুক্ত করে। ২০০৭ সালের ফেব্রুয়ারী মাসে গুর্বুনগালি বের্দিমুখামেদভ প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী হন।
|