v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-17 19:42:44    
২০০৭ সালের সাংহাই বিশ্ব বিশেষ অলিম্পিক গেমসের প্রস্তুতিপুরোদমে চলছে

cri

    ২০০৭ সালের বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস অক্টোবর মাসে সাংহাইতে অনুষ্ঠিত হবে । বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস এই প্রথমবার উন্নয়নশীল দেশে অনুষ্ঠিত হচ্ছে। একশ ষাট্টিরওবেশি দেশ ও অঞ্চলের প্রায় ১০ হাজার ক্রীড়াবিদ ও কোচ এবং ক্রীড়াবিদদের বিশ হাজার অভিভাবক ও বিশেষজ্ঞগণ গেমসটিতে উপস্থিত থাকবেন । এখন বিশেষ অলিম্পিক গেমসের প্রস্তুতি সুষ্ঠুভাবে চলছে ।

    বিশেষ অলিম্পিক গেমস হল আন্তর্জাতিক বিশেষ অলিম্পিক কমিটি কর্তৃক সারা বিশ্বের মানসিক প্রতিবন্ধীদের জন্য আয়োজিত একটি বিশেষ গেমস । ক্রীড়াবিদরা বয়স ও ক্ষমতা অনুযায়ী বিভিন্নদলে বিভক্ত হয় । এর জন্য বিশ্ব রেকর্ড স্থাপন করা হয় না । সব অংশগ্রহণকারী ক্রীড়াবিদই পুরস্কার পাবেন ।

    এবারের বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস প্রতিযোগিতা২১টি আনুষ্ঠানিক ক্রীড়া ইভেন্ট , ৪টি প্রদর্শনী এবং ১০টিরও বেশি অক্রীড়া ইভেন্ট নিয়ে অনুষ্ঠিত হবে । সাংহাই বিশ্ব বিশেষ অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটির স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান, সাংহাই শহরের ভাইস মেয়র চৌ তাইথোং ১৭ মে পেইচিংয়ে এক সংবাদসম্মেলনে বলেছেন , এখন বিশেষ অলিম্পিক গেমসের প্রস্তুতি ভালভাবেই চলছে । তিনি বলেন ,বর্তমানে রেফারীদের প্রশিক্ষণ এবং বিশেষ যন্ত্রপাতি কেনা ও ঠিক করার কাজ পরিকল্পনা অনুসারে চলছে । মিতব্যয়িতার সঙ্গে গেমস চালানোর নিয়ম অনুযায়ী এবারের বিশেষ গেমসে প্রয়োজনীয় ৩৪টি স্টেডিয়াম ও মাঠের সংস্কার করা হচ্ছে । স্টেডিয়াম ও মাঠগুলোর মেরামত ও সংস্কার জুন মাসের শেষ দিকে সম্পন্ন হবে ।

    চৌ তাইথোংবলেছেন , এবারের বিশেষ অলিম্পিক গেমস চলাকালে চীন অংশগ্রহণকারীদের জন্য স্বেচ্ছাসেবক, দোভাষী, ইন্টারভিও নেয়া , যোগাযোগ, থাকা ও খাওয়া এবং চিকিত্সা সহ নানা ক্ষেত্রের পরিসেবা প্রদান করবে ।

    ২০০২ সালে সাংহাই চীনের পক্ষ থেকে সাফল্যের সঙ্গে এ বছরে বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস আয়োজনের অধিকার অর্জন করে । বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস এই প্রথমবার উন্নয়নশীল দেশে অনুষ্ঠিত হবে । চীন সরকার এর উপর অত্যন্ত গুরুত্ব দেয় এবং সাংহাই বিশ্ব বিশেষ অলিম্পিক গেমসের সাংগঠনিক কমিটি ও নির্বাহী কমিটি গঠনে অনুমদোন দিয়েছে । চীনের জাতীয় ক্রীড়া সাধারণ ব্যুরো, চীনের প্রতিবন্ধীদের ফেডারেশন সহ বিবিধ সংস্থাসক্রিয়ভাবে বিশেষ গেমস আয়োজনের প্রস্তুতিমূলক কাজে অংশ নিয়েছে । প্রেসিডেন্ট হু চিনথাও ও প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও বিশ্ব বিশেষ অলিম্পিক গেমস ভালভাবে অনুষ্ঠানের নির্দেশ দিয়েছেন ।

পরিসংখ্যানে জানা গেছে , চীনে মোট ৮ কোটি ৩০লাখ প্রতিবন্ধী লোক আছে । এদের মধ্যে ৯০ লাখ হলেন মানসিক প্রতিবন্ধী । ৯০ লাখ মানসিক প্রতিবন্ধীদের মধ্যে ৫ লাখ হলেন বিশেষ অলিম্পিক গেমসের ক্রীড়াবিদ । চীনা প্রতিবন্ধী ফেডারেশনের চেয়ারম্যান থাং সিয়াওছুয়েন বলেছেন , মানসিক প্রতিবন্ধী লোকদের , প্রতিবন্ধীদের কর্মকান্ড এবং সামাজিক উন্নয়নে বিশেষ অলিম্পিক গেমস ইতিবাচক ভূমিকা পালন করবে । মাদাম থাং বলেন , বিশেষ অলিম্পিক গেমসের মাধ্যমে মানসিক প্রতিবন্ধীদের স্বাস্থ্য ও গুণগতমানও উন্নত হতে পারবে । বিশেষ অলিম্পিক গেমস চলাকালে তাদের সমাজের অনেক লোকের সঙ্গে যোগাযোগ করতে হবে এবং প্রাকৃতিক পরিবেশকে স্পর্শ করতে হবে । এইভাবে তাদের জানার ক্ষমতা , যোগাযোগের ক্ষমতা এবং ভাষার ক্ষমতা উন্নতহবে । তাদের মানসিকতা, তাদের আরোগ্য হওয়া এবং ভবিষ্যতে তাদের সমানভাবে সমাজে অংশগ্রহণেরক্ষমতা উন্নয়নের ব্যাপারে এটা সহায়ক হবে ।

মাদাম থাং সিয়াওছুয়েন আরো বলেছেন , বিশেষ অলিম্পিক গেমস আয়োজনের মাধ্যমে বিশেষ অলিম্পিক গেমসের ক্রীড়াবিদদের সঙ্গে স্বাস্থ্যকর মানুষ ভালভাবে মিশাবেন এবং চীনে মানসিক প্রতিবন্ধীদের সাহায্য, সমর্থন ও যত্ন করার এক চমত্কার সামাজিক পরিবেশ গড়ে তুলবে ।