চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ ১৭ মে পেইচিংয়ে বলেছেন, চীন সরকার ও জনগণ জ্যাক শিরাক চীন ও ফ্রান্সের সম্পর্ক এবং চীন ও ইউরোপের সম্পর্ক উন্নয়নের জন্য অবদান রাখায় তাঁর গভীর মূল্যায়ন করেছে।
এদিন এক নিয়মিত সংবাদ সম্মেলনে চিয়াং ইউ বলেছেন, শিরাক চীনের জনগণের বন্ধু। তিনি ফ্রান্সের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালনের ১২ বছরে একচীন নীতি দৃঢ়ভাবে সমর্থন করে গেছেন। তিনি তাইওয়ানের স্বাধীনতার বিরোধিতা করেছেন এবং দ্বিপক্ষীয় বাস্তব সহযোগিতাকে ইতিবাচকভাবে ত্বরান্বিত করেছেন। যার ফলে চীন ও ফ্রান্সের সার্বিক কৌশলগত অংশীদারি সম্পর্কের ব্যাপক উন্নতি হয়েছে। চীন ও ফ্রান্সের সম্পর্ক ইতিহাসের পটভূমিতে সংস্কৃতি ও উন্নয়নের মান সম্পন্ন দেশগুলোর মধ্যে পারস্পরিক সম্মান প্রদর্শন করেছে এবং পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতার দৃষ্টান্তে পরিণত হয়েছে।
চীন বিশ্বাস করে, শিরাক প্রেসিডেন্টের দায়িত্বে না থাকলেও দু'দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের উন্নয়নে আরো গুরুত্ব দেবেন। চীন সরকারও ফ্রান্সের নতুন সরকার যৌথ প্রচেষ্টা চালিয়ে দু'দেশের সার্বিক অংশীদারি সম্পর্ক অব্যাহতভাবে গভীর ও সম্প্রসারণ করতে ইচ্ছুক।
|