কোরীয় উপদ্বীপের উত্তর ও দক্ষিণাংশকে সংযুক্তকারী রেল পথ ১৭ মে আবার চালু হয়েছে । দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে রেল গাড়ি চলাচল গত অর্ধ শতাব্দি ধরে বন্ধ থাকার পর এই প্রথম-বারের মতো উভয় পক্ষের সামরিক সীমান্ত রেখা অতিক্রম করেছে ।
এ দিন এই রেলপথ পুনরায় চালু করা উপলক্ষে উভয় পক্ষ মুনসান ও কুমগাং সান রেল স্টেশনেআলাদা আলাদাভাবে উদযাপনী অনুষ্ঠানের আয়োজন করেছে ।এর পর গিয়োংগুই লাইন ও দোংহা লাইনে উভয় পক্ষের রেলগাড়ির রওয়ানা হয় । গিয়োংগুই লাইনে দক্ষিণ কোরীয় রেল গাড়ি দক্ষিণ কোরীয় মুনসান রেল স্টেশন থেকে রওয়ানা হয়ে পানমুন জুংয়ের মধ্য দিয়ে ২৭.৩ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে উত্তর কোরীয় কায়সুং রেল স্টেশনে পৌঁছে । দোংহা লাইনে উত্তর কোরীয় রেল গাড়ি উত্তর কোরীয় কুমগাং-সান রেল স্টেশন থেকে রওয়ানা হয়ে সামরিক সীমান্ত রেখা পার হয়ে ২৫.২ কিলোমিটার দূরত্ব অতিক্রম করে দক্ষিণ কোরীয় জেজিন রেল স্টেশনে পৌঁছেছে ।
|