চীনের কৃষি মন্ত্রণালয় ও জাতিসংঘ জ্বালানী সাশ্রয় ও বর্জ্য পদার্থের নিঃসরণ হ্রাসের জন্য অতিরিক্ত দূষণযুক্ত চীনের গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানগুলোকে যৌথভাবে সহায়তা করেছে । এ ব্যাপারে সাফল্য অর্জিত হয়েছে । চীন ও বিশ্বের মাঝারি ও ছোট্ট শিল্প প্রতিষ্ঠানগুলোতে চীন ও জাতিসংঘের অভিজ্ঞতাকে কাজে লাগানো হবে এবং জনপ্রিয় করে তোলা হবে ।
১৬ মে পূর্ব চীনের হানচৌ শহরে অনুষ্ঠিত একটি আন্তর্জাতিক ফোরাম থেকে এ খবর পাওয়া গেছে ।
জানা গেছে , বিশ্ব পরিবেশ তহবিলের উদ্যোগে ৭৯.৯ লাখ মার্কিন ডলার বরাদ্দ করা এই প্রকল্পটি শুরু হয় ২০০১ সালে । ছ' বছর মেয়াদী এই প্রকল্প অনুযায়ী , সিমেন্ট , ইট ও ধাতু শিল্প ক্ষেত্রের অতিরিক্ত দূষণযুক্ত গ্রামীণ শিল্প প্রতিষ্ঠানগুলোর জন্য পুঁজি , নতুন প্রযুক্তি ও বাজার প্রদান করবে , যাতে পরিবেশের দূষণ কমানো যায় এবং বাজারে এসব শিল্প প্রতিষ্ঠানের প্রতিদ্বন্দ্বিতার শক্তি বাড়ানো যায় ।
|