চীনের তৃতীয় আন্তর্জাতিক সংস্কৃতি শিল্প প্রদর্শনী ও বিনিময় মেলা ১৭ মে দক্ষিণ চীনের শেনচেনে শুরু হয়েছে।
এবারের মেলা চার দিন চলবে। এর উদ্দেশ্য হচ্ছে চীনের সংস্কৃতি শিল্পের উন্নয়ন, সাংস্কৃতিক পণ্য ও পরিসেবার রপ্তানী ত্বরান্বিত করা। সংস্কৃতি শিল্প প্রকল্পের লেনদেন, ক্রিড়া শিল্প, ডিজাইন, তথ্য ও প্রকাশনাসহ নয়টি পেশাগত প্রদশর্নীর আয়োজিত হয়েছে। দেশি-বিদেশি প্রায় ১৭০০টি শিল্প প্রতিষ্ঠান ও সংস্থা মেলায় অংশ নিয়েছে। অনুমান অনুযায়ী, প্রায় ৪০ হাজার দর্শক এ মেলায় আসবেন।
প্রদর্শনী চলাকালে ৬০টিরও বেশি ফোরাম ও সংশ্লিষ্ট অধিবেশন অনুষ্ঠিত হবে। দেশি-বিদেশি বহু শ্রেষ্ঠ নাটকও পরিবেশিত হবে।
|