চল্লিশ বছরেরও বেশি উন্নয়নের পর এখন চীনের কৃত্রিম আবহাওয়া পরিবর্তন প্রকল্পের আকার পৃথিবীতে প্রথম স্থানে রয়েছে।
কৃত্রিম আবহাওয়া পরিবর্তনের উদ্দেশ্য হচ্ছে আবহাওয়ার দুর্যোগ এড়ানো বা কমানো, যুক্তিযুক্তভাবে আবহাওয়া সম্পদ প্রয়োগ করা, উপযুক্ত শর্তে কৃত্রিম হস্তক্ষেপের পদ্ধতিতে কিছু অঞ্চলের বায়ুমন্ডলের ওপর প্রভাব ফেলা, বৃষ্টি ও বরফ বাড়ানো, শিলা রোধ করা, কুয়াশা ও মেধ নির্মূলীকরণ বাস্তবায়িত করা।
চীনের আবহাওয়া ব্যুরোর পরিসংখ্যান অনুযায়ী, এখন চীনের ৩০টি প্রদেশে কামান ও রকেট দিয়ে বৃষ্টি বাড়ানো এবং শিলা রোধ করে। ২৪টি প্রদেশে বিমানের সাহায্যে কৃত্রিম বৃষ্টি সৃষ্টির কাজ চলছে। ১৯৯৯ সালের পর চীনে কৃত্রিম বৃষ্টি সৃষ্টির ফলে প্রায় ২৫০ বিলিয়ন কিউবিকমিটার বৃষ্টিপাত বেড়েছে।
|