১৬ মে নব নির্বাচিত ফরাসী প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি ক্ষমতা হস্তান্তর করার পরপরই বার্লিনে পৌঁছে জার্মানী সফর শুরু করেছেন।
জার্মান প্রধানমন্ত্রী অ্যান্জেলা মার্কেল বার্লিনের প্রধানমন্ত্রী ভবনে একটি অভ্যর্থনা অনুষ্ঠানের আয়োজন করেছেন। এরপর অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে মার্কেল আনুষ্ঠানিকভাবে ফরাসী প্রেসিডেন্ট হওয়ার জন্য সারকোজিকে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, জার্মানী ও ফ্রান্স হচ্ছে দুটি ঐতিহ্যিক বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী দেশ। তিনি আশা করেন, সারকোজির নেতৃত্বে ফরাসী জনগণ অব্যাহতভাবে জার্মানীর সঙ্গে বিভিন্ন ক্ষেত্রের ঘনিষ্ঠ সহযোগিতা বজায় রাখবে। সারকোজি বলেন, ফ্রান্স আগের মতো ভবিষ্যতেও জার্মানীর সঙ্গে হাতে হাত মিলিয়ে ইউরোপের অভিন্ন অগ্রগতির জন্য প্রচেষ্টা চালাবে।
|