পেইচিং ও হংকংয়ের ছাত্রছাত্রীদের প্রথম অর্থনৈতিক ফোরাম ১৬ মে হংকংয়ে অনুষ্ঠিত হয়েছে। অংশগ্রহণকারী পিকিং বিশ্ববিদ্যালয় ও হংকং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা "হংকং-এর আন্তর্জাতিক বাণিজ্যিক কেন্দ্রের অবস্থা সুসংবদ্ধ করা" এবং "হংকং-এর শিল্পপ্রতিষ্ঠানের অর্থনীতির বিশ্বব্যাপীকরণের চ্যালেঞ্জে কিভাবে মোকাবেলা করা যায়" তা সহ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করেছে।
এবারের ফোরামের উদ্দেশ্য হচ্ছে মূলভূভাগ ও হংকংয়ের অর্থনীতি বিষয়ে আলোচনার মাধ্যমে দুটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের বিনিময় ত্বরান্বিত করা এবং পারস্পরিক সমঝোতাকে উন্নত করা। পিকিং বিশ্ববিদ্যালয়ের উপউপাচার্য হাইওয়েন ফোরামে ভাষণে বলেছেন যে, এবারের ফোরাম পিকিং বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের উদ্যোগে মূলভূভাগ ও হংকংয়ের বিদ্যাগত বিনিময়ের জন্য একটি নতুন প্ল্যাটফর্ম গড়ে তুলেছে।
জানা গেছে, দ্বিতীয় ফোরাম পিকিং বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
|