১৬ মে চীনের কমিউনিস্ট যুব লীগের কেন্দ্র সূত্রে জানা গেছে, ২০০৭ সালে চীনের বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চীনের পশ্চিমাঞ্চলে স্বেচ্ছাভিত্তিক পরিসেবা পরিকল্পনায় নাম তালিকা ভূক্তির কাজ সম্প্রতি শেষ হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ৬২ হাজারেরও বেশি স্নাতক ছাত্রছাত্রী এই পরিকল্পনায় অংশ নিচ্ছে।
সংশ্লিষ্ট ক্ষেত্রের দায়িত্বশীল একজন কর্মকর্তা ব্যাখ্যা করেছেন যে, চলতি বছর পশ্চিমাঞ্চলে স্বেচ্ছাভিত্তিক পরিসেবা পরিকল্পনায় সাত হাজার ছাত্রছাত্রী নিবন্ধন করবে। নিবন্ধিত স্বেচ্ছাসেবকের তালিকা জুলাই মাসে প্রকাশ করা হবে বলে অনুমান করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের চীনের পশ্চিমাঞ্চলে স্বেচ্ছাভিত্তিক পরিসেবা পরিকল্পনা ২০০৩ সালে চালু হয়েছে। এ পর্যন্ত ৫৭ হাজারেরও বেশি স্নাতক ছাত্রছাত্রী পশ্চিমাঞ্চলে পরিসেবা করেছে।
|