১৭ মে পাকিস্তানে ও আই সি সম্মেলনে অংশগ্রহণকারী ইরানের পররাষ্ট্রমন্ত্রী মানোছের মোত্তাকি ইসলামাবাদে বলেছেন, ২৮ মে ইরান এবং মার্কিন কর্মকর্তারা ইরাকের নিরাপত্তা বিষয় নিয়ে ইরাকে রাষ্ট্রদূত পর্যায়ের বৈঠক করবেন ।
তিনি ইসলামাবাদে অনুষ্ঠিত তিন দিনব্যাপী ইসলামিক সম্মেলন সংস্থার সম্মেলনে উপস্থিত ছিলেন । সম্মেলনের পর তিনি বলেছেন, বর্তমান ইরাক দু'টি সমস্যা সম্মুখীন । এক: সন্ত্রাসী তত্পরতার জন্য সমাজের অস্থিতিশীলতা। দুই : ইরাকে যৌথ বাহিনী মোতায়েন । ইরান মনে করে, এ দু'টি সমস্যা সমাধান করলে ইরাকের নিরাপত্তা সমস্যা মোকাবিলা করা সম্ভব হবে ।
তিনি জোর দিয়ে বলেছেন , ইরান ও মার্কিন পক্ষের বৈঠকের বিষয় ছিল শুধু ইরাকের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি সংক্রান্ত ।
|