১৬ মে সকালে নেপাল টেলিভিশনের সংবাদদাতা কামি শের্পা সফলভাবে চুমালাংমা শৃংগে আরোহণ করতে পেরেছেন । তিনি এ পাহাড়ে আরোহণকারী হিসেবে বিশ্বের দ্বিতীয় সংবাদদাতায় পরিণত হয়েছেন ।
নেপালের জাতীয় বার্তা সংস্থার এক খবরে জানিয়েছে, ২৯ বছর বয়সী এই সাংবাদিক বহু বছর ধরে টেলিভিশন কেন্দ্রে কাজ করছেন । বিশেষভাবে ক্রীড়া ক্ষেত্রের রিপোর্ট করতে তিনি পরিদর্শি। তিনি পাহাড়ে আরোহণ সংক্রান্ত প্রচুর অভিজ্ঞতা ও তথ্য সংগ্রহ করেছেন এবং এ সম্পর্কে অনেক রিপোর্ট করেছেন । এর আগে নেপালের আরেক সংবাদদাতাও সফলভাবে চুমালাংমা শৃংগে আরোহণ করেছিল।
১৯৫৩ সালে মানবজাতির প্রথমবারের মতো চুমালাংমা শৃংগে আরোহণ করার পর এ পর্যন্ত ১৭০০জনেরও বেশি লোক নেপাল ঢাল থেকে চুমালাংমা শৃংগে আরহণ করেছেন । প্রায় ২০০জন পাহাড় আহরণের সময় প্রাণ হারিয়েছেন ।
|