চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৬ মে শাংহাইয়ে বলেছেন, চীন ও আফ্রিকার সহযোগিতা জোরদার হবে, সহযোগিতার চিন্তাধারা বিকশিত হবে, সহযোগিতার মান উন্নত হবে, পারস্পরিক উপকারিতা ও সকলের সাফল্য বাস্তবায়িত হবে।
আফ্রিকার উন্নয়ন ব্যাংক গ্রুপ পরিষদের ২০০৭ বার্ষিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েন চিয়া পাও বলেছেন, চীন ও আফ্রিকার সহযোগিতা আরো জোরদার হবে। সরকারী সাহায্য ও শিল্প প্রতিষ্ঠানগুলোর মধ্যেও সহযোগিতা হবে। গণ কল্যাণ বিষয়ক প্রকল্পের নির্মাণের ওপর গুরুত্ব দেয়া হবে। প্রযুক্তির সহযোগিতা এবং জনশক্তির প্রশিক্ষণের ওপর গুরুত্ব দেয়া হবে। আফ্রিকার দেশ ও জনগণের বাস্তব উপকার করতে হবে।
ওয়েন চিয়া পাও আন্তর্জাতিক সম্প্রদায় , বিশেষ করে শিল্পোন্নত দেশের উদ্দেশ্যে আফ্রিকাকে সাহায্য দেয়ার প্রতিশ্রুতি পালন এবং আফ্রিকার অর্থনৈতিক ও সামাজিক টেকসই উন্নয়ন বাস্তবায়নে সাহায্য করার আহ্বান জানিয়েছেন।
আফ্রিকার উন্নয়ন ব্যাংকের পরিষদের চেয়ারম্যান, চীনের গণ ব্যাংকের গর্ভণর চৌ সিয়াও ছুয়েন বলেন, এবারের বার্ষিক সম্মেলনে অংশগ্রহণকারীরা আফ্রিকার দেশগুলোর দারিদ্র্য বিমোচন ও উন্নয়ন খাতে আফ্রিকার উন্নয়ন ব্যাংকের সমর্থনের মাত্রা বাড়ানো, আফ্রিকার দেশগুলোর সামষ্টিক অর্থনৈতিক নীতির উন্নয়ন করা, টেকসই উন্নয়নের চালিকাশক্তি বৃদ্ধি করার বিষয় নিয়ে আলোচনা করেছেন।
আফ্রিকার উন্নয়ন ব্যাংকের গভর্ণর ডোনাল্ড কাবেরুকা বলেছেন, এবারের বার্ষিক সম্মেলনের আয়োজন আফ্রিকা ও এশিয়ার সহযোগিতামূলক অংশীদারি সম্পর্ককে জোরদার করার জন্য সুযোগ সৃষ্টি করেছে।
|