v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-16 20:05:03    
আফ্রিকান উন্নয়ন ব্যাংক গ্রুপ পরিষদের বার্ষিক সম্মেলন সাংহাইয়ে উদ্বোধন হয়েছে

cri

    ২০০৭ সালে আফ্রিকান উন্নয়ন ব্যাংকেরবার্ষিক সম্মেলন১৬ মে চীনের সাংহাই শহরে উদ্বোধন হয়েছে । চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়াপাও উদ্বোধনী অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্দেশ্যে আফ্রিকাকে তার উন্নয়ন ক্ষমতা জোরদারে সহায়তা এবং আর্থ-সামাজিক টেকসই উন্নয়ন বাস্তবায়নের আহবান জানিয়েছেন । তিনি বলেছেন , চীন সরকার চীন -আফ্রিকা সহযোগিতার পদ্ধতি জোরদার করে সহযোগিতার মান আরো উন্নত করবে । যাতে পারস্পরিক উপকার এবং উভয়ের উন্নয়ন নিশ্চিত করা যায় ।

    আফ্রিকান উন্নয়ন ব্যাংক আফ্রিকার একটি বৃহত্তম আঞ্চলিক সরকারী উন্নয়ন তহবিল সংস্থা । এর লক্ষ্য হল আফ্রিকারআঞ্চলিক সদস্য দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও সামাজিক অগ্রগতি ত্বরান্বিত করা । ১৬ মে আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে আফ্রিকান উন্নয়ন ব্যাংকের বার্ষিক সম্মেলন এই দ্বিতীয়বারের মত আফ্রিকার বাইরে এবং প্রথমবার একটি এশিয় দেশে অনুষ্ঠিত হচ্ছে । এর শিরোনাম হল" আফ্রিকা ও এশিয়াঃ উন্নয়নের অংশীদার । এবারের সম্মেলনে প্রধানত আফ্রিকার বুনিয়াদী ব্যবস্থার নির্মাণ, অঞ্চলের একীকরণ এবং দারিদ্র্য বিমোচন সহ নানা সমস্যা নিয়ে আলোচনা করা হবে । উদ্বোধনী আনুষ্ঠানে আফ্রিকান উন্নয়ন ব্যাংকের মহাপরিচালক ডোনাল্ড কাবেরুকা বলেছেন ,এশিয়া ও আফ্রিকার মধ্যে অর্থনৈতিক যোগাযোগের ইতিহাস দীর্ঘকালের । এই যোগাযোগ গত ৫ বছরে দ্রুতভাবে জোরদার হয়েছে । বিশ্বের সবচেয়ে দ্রুত উন্নয়নের বাজার হিসেবে এশিয়ার পুনরুত্থান শুধু আফ্রিকার জন্য চ্যালেন্জ বয়ে আনেনি বরং সুযোগ ও উত্সাহও যুগিয়েছে । এবারের বার্ষিক সম্মেলন এশিয়া ও আফ্রিকার মধ্যে অভিজ্ঞতা বিনিময় এবং অংশিদারীত্বের সম্পর্ক উন্নত করার সুযোগ সৃষ্টি করেছে ।

    চীনের প্রধানমন্ত্রীওয়েন চিয়াপাও এই বার্ষিক সম্মেলনেরউচ্চ মূল্যায়ন করেছেন । তিনি বলেছেন, একটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক আন্তর্জাতিক তহবিল সংস্থা হিসেবে আফ্রিকান উন্নয়ন ব্যাংক প্রতিষ্ঠিত হওয়ার ৪০ বছরে আফ্রিকার আর্থ-সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার জন্য অক্লান্ত প্রচেষ্টা চালিয়েছে এবং উল্লেখযোগ্য সাফল্যও অর্জিত হয়েছে । এবারের বার্ষিক সম্মেলন আফ্রিকারউন্নয়ন ব্যাংকের নির্মাণ, ভূমিকা ও প্রভাব জোরদার করবে ।

    ওয়েন চিয়াপাও মনে করেন , আফ্রিকার উন্নয়নযেমন নিজের প্রচেষ্টার উপর নির্ভরশীল হবে তেমনি তার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন ও সাহায্য প্রয়োজন হবে । তিনি বলেছেন , আমরা আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে শিল্পোন্নত দেশগুলোর উদ্দেশ্যে আহবান জানাচ্ছি যে ,তারা যেন আফ্রিকাকে তাদের সাহায্য দানের প্রতিশ্রুতি পালন করে । ঋণ মওকুফ, বাণিজ্যিক শর্ত, বাজারে প্রবেশের অনুমোদন ও প্রযুক্তির হস্তান্তর সহ নানা ক্ষেত্রেরবাস্তবসম্মতব্যবস্থানেবে এবং আফ্রিকার উন্নয়ন ক্ষমতাকেজোরদার করে আর্থ-সামাজিক টেকসই উন্নয়ন বাস্তবায়নে সাহায্য করবে ।

    আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি সদস্য দেশ হিসেবে চীন বিগত বছরগুলোতেসক্রিয়ভাবে আফ্রিকার দেশগুলোকে সাহায্য করে আসছে । গত ৫০ বছরে চীন আফ্রিকায় ৯০০টিরও বেশি বুনিয়াদী ব্যবস্থা ও সামাজিক কল্যাণকর প্রকল্পচালু করেছে ।আফ্রিকার দেশগুলোর জন্য ১০৯০কোটি রেনমিনপি ঋণ মওকুফ করেছে এবং আরও ১০ বিলিয়ন রেনমিনপির ঋণ মওকুব করার প্রতিশ্রুতি দিয়েছে । এ সম্পর্কে ওয়েন চিয়াপাও বলেছেন ,শিল্পপ্রতিষ্ঠানের সহযোগিতার সঙ্গেসরকারী সাহায্য সমন্বয় করে সরকারী পরিচালনায় শিল্পপ্রতিষ্ঠান ও বাজার জোরদার করতে হবে । কল্যাণকর প্রকল্পের নির্মাণ, বিশেষ করে আফ্রিকার জনগণের সরকারী বুনিয়াদী ব্যবস্থা, কৃষি, চিকিত্সা ও স্বাস্থ্য, শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও পরিবেশ রক্ষা সহ বিভিন্ন প্রকল্পের নির্মাণ কাজের ওপর গুরুত্ব দিতে হবে ।

    চীন ও আফ্রিকার মধ্যে আর্থ-বাণিজ্য দ্রুত বেড়ে যাওয়ার সাথেসাথে চীন ও আফ্রিকার তহবিল সহযোগিতা সার্বিকভাবে বিকাশ লাভ করেছে । বিশেষ করে ১৯৮৫ সালে চীন আফ্রিকার উন্নয়ন ব্যাংকে অন্তর্ভূক্ত হওয়ার পর দুপক্ষের চমত্কার সহযোগিতামূলক সম্পর্ক বিরাজ করছে । ওয়েন চিয়াপাও বলেছেন,চীন-আফ্রিকা সহযোগিতা আন্তর্জাতিক সহযোগিতার একটি অংশ । চীন সরকার অন্য দেশগুলো এবং আফ্রিকার উন্নয়ন ব্যাংক সহ আন্তর্জাতিক তহবিল সংস্থারসঙ্গে সহযোগিতা জোরদার করতে ইচ্ছুক। আফ্রিকার উজ্জ্বল ভবিষ্যত এবং একটি দীর্ঘস্থায়ী শান্তি ও যৌথ সমৃদ্ধিশালী সুষম বিশ্ব গড়ে তোলার জন্যও চীন প্রচেষ্টাচালাবে ।