v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-16 20:01:30    
চীন ও আফ্রিকা পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতা যৌথ আলোচনা করেছে

cri
    ২০০৭ সালের আফ্রিকা উন্নয়ন ব্যাংকের দু'দিনব্যাপী বার্ষিক সম্মেলন ১৬ মে শাংহাইয়ে শুরু হয়েছে। অংশগ্রহণকারী ৭৭টি সদস্য দেশের প্রতিনিধিরা এবারের সম্মেলনে উপস্থিত ছিলেন। এবারের সম্মেলনের প্রসঙ্গ হচ্ছে চীন ও আফ্রিকার পারস্পরিক উপকারিতামূলক সহযোগিতাকে আরো জোরদার করা এবং আফ্রিকার বিভিন্ন দেশকে আরো বেশি উন্নত করা। আমাদের সংবাদদাতার অংশগ্রহণকারী আফ্রিকার বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের সাক্ষাত্কার নিয়েছেন।

    আফ্রিকা উন্নয়ন ব্যাংকের বার্ষিক সম্মেলনে উপস্থিত কেনিয়া ব্যাংকের পরিচালক ভিক্টর কিডিওয়া বলেছেন,

    বর্তমানে কেনিয়ার অর্থনীতি ক্ষেত্রের সমস্যা হচ্ছে কিভাবে আরো বেশি বিদেশী অর্থ আকৃষ্ট করা যায়, বিশেষ করে বিদেশীদের কেনিয়ায় প্রত্যক্ষভাবে পুঁজি বিনিয়োগ করা। যাতে কেনিয়ার জনগণ দেশকে নির্মাণ করতে সক্ষম হয়। আমি আশা করি, চীন কেনিয়ায় পুঁজি বিনিয়োগ করা ছাড়াও দেশটিকে উন্নয়নের অভিজ্ঞতাও দেবে। আমি বিশ্বাস করি, চীনের সঙ্গে সহযোগিতা কেনিয়ার জনগণের জন্য কল্যাণকর হবে।

    আলহাজী ইসয়াকু ইব্রাহিম নাইজেরিয়ার একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি আমাদের সংবাদদাতাকে বলেছেন, তিনি আশা করেন, আফ্রিকা উন্নয়ন ব্যাংকের চীনে বার্ষিক সম্মেলন অনুষ্ঠানের মাধ্যমে চীনের সঙ্গে সহযোগিতার সুযোগ পাওয়া যাবে। তিনি মনে করেন, চীন ও আফ্রিকার উন্নয়ন আফ্রিকার শিল্পপ্রতিষ্ঠানের জন্য কল্যাণকর ভূমিকা রাখবে। তিনি বলেছেন,

    চীন একটি বৃহত্তম দেশ। সুতরাং চীনের সঙ্গে সহযোগিতা বাড়ানো এবং আর্থ-বাণিজ্যিক বিনিময়ের ব্যাপারে তাদের আগ্রহ রয়েছে। এর পাশাপাশি চীনের সঙ্গে সহযোগিতার মাধ্যমে তার দেশে চীনের বাজার আরো সম্প্রসারিত করা সম্ভব হবে।

    মিসরের মধ্যপ্রাচ্য বার্তাসংস্থার পরিচালক, অর্থ বিভাগের একজন কর্মকর্তা বলেছেন, চীনের শাংহাইয়ে এবারের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে চীন ও আফ্রিকার নেতৃবৃন্দ গত বছরের পেইচিং শীর্ষ সম্মেলনে স্বাক্ষরিত চুক্তিগুলো ধারাবাহিকভাবে বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়েছে। তিনি বলেছেন, 

    চীনের প্রেসিডেন্ট হু চিন থাও গত বছরের নভেম্বর মাসে বলেছেন, চীন ও আফ্রিকা সহযোগিতার আটটি ব্যবস্থা দু'পক্ষের সহযোগিতার জন্য বাস্তব ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এসব ব্যবস্থার ভিত্তিতে আফ্রিকা উন্নয়ন ব্যাংকের বার্ষিক সম্মেলন প্রথমবার চীনে অনুষ্ঠিত হলো। এটি হচ্ছে পেইচিং শীর্ষ সম্মেলনের একটি সাফল্য।

    সাম্প্রতিক বছরগুলোতে আফ্রিকার অর্থনীতির স্থিতিশীল উন্নয়নের সুষ্ঠু প্রবণতার দিকটি প্রকাশিত হয়েছে। চীন ও আফ্রিকার আর্থ-বাণিজ্যিক সম্পর্ক ধাপে ধাপে ঘনিষ্ঠতর হচ্ছে। এর ভিত্তিতে বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা আরো জোরদার করা দু'পক্ষের অভিন্ন ইচ্ছা ও প্রয়োজনে পরিণত হয়েছে। এবারের সম্মেলনে উপস্থিত নাইজেরিয়ার প্রেসিডেন্টের সহস্রাব্দী উন্নয়ন পরিকল্পনার বিশেষ সাহায্যকারী মাদাম হাজি আমিনা ইব্রাহিম এই ক্ষেত্রে তার সদিচ্ছার কথা প্রকাশ করেছেন। তিনি বলেছেন,

    চীনের অর্থনীতি দ্রুত উন্নত হচ্ছে। কিছু লোক চীন ও আফ্রিকার সহযোগিতায় উদ্বেগ প্রকাশ করেছে। তবে আমরা মনে করি, চীন ও আফ্রিকা পারস্পরিক প্রয়োজন রয়েছে। আমাদের পারস্পরিক পরিপূরক সম্পর্ক রয়েছে। সুতরাং আমরা আর্থ-বাণিজ্যিক বিনিময় করতে পারি।