১৫ মে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিত্জা রাইস সাক্ষাত্ করেছেন । সাক্ষাতের সময় পুতিন পুনরায় ঘোষণা করেছেন যে , রাশিয়া যুক্তরাষ্ট্রের উদ্যোগেইউরোপে আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বসানোর বিরোধী ।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রী সেরগেই লাভরোভ বৈঠক শেষে সংবাদদাতাদের বলেছেন , বৈঠকে সততা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বিরাজমান ছিল । পুতিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইউরোপে আত্মরক্ষামূলক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বসানোর ব্যাপারে রাশিয়ার দৃষ্টিভঙ্গি পুনরায় ব্যক্ত করেছেন । যুক্তরাষ্ট্র দু'দেশের মধ্যে উন্মুক্ত বিতর্ক কমানো এবং দু'দেশের সম্পর্ক উন্নয়নের জন্য আরো বেশি ইতিবাচক প্রচেষ্টা চালানোর যে প্রস্তাব দিয়েছে , পুতিন তার প্রশংসা করেছেন । দু'দেশের সম্পর্কের কারণে যার যার দেশের সাধারণ নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে না বলে উভয় পক্ষ আশা প্রকাশ করেছে ।
এ দিন রাইস ও লাভরোভের মধ্যেও বৈঠক হয়েছে । রাইস বৈঠক শেষে বলেছেন , দু'দেশের সম্পর্ক জটিল , পারস্পরিক সমঝোতা বাড়ানোর জন্য দু'দেশের উচিত সংলাপ জোরদার করা ।
|