চীনের মহাকাশের বিজ্ঞান ও প্রযুক্তি শিল্প গোষ্ঠীর মহা ব্যবস্থাপক চাং ছিং ওয়ে ১৬ মে পেইচিংয়ে বলেছেন , ২০০৬ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত চীন ষাট-সত্তর উপগ্রহসহ মহাকাশের একটি তথ্য ব্যবস্থা গড়ে তুলবে , যাতে দেশের অর্থনৈতিক গঠনকাজ ও সমাজের উন্নয়নের জন্য পরিসেবা করা যায় ।
তিনি বলেছেন , এই তথ্য ব্যবস্থায় টেলি-যোগাযোগ ও বেতারের ব্যবহার্য উপগ্রহ , পৃথিবীর জ্বালানী সন্ধানকারী উপগ্রহ , আবহাওয়ার পূর্বাভাস উপগ্রহ , বিমান ও জাহাজের পথ-নির্দেশনায় ব্যবহার্য উপগ্রহ এবং বৈজ্ঞানিক পরীক্ষায় ব্যবহার্য উপগ্রহ অন্তর্ভুক্ত রয়েছে । আগামী বছর চীন পরিবেশ ও দুর্যোগ তত্ত্বাবধান এবং জরীপ ও পূর্বাভাসের ৩টি ছোট্ট উপগ্রহ উত্ক্ষেপণ করবে । আগামী দু থেকে তিন বছরে এই ধরনের উপগ্রহের সংখ্যা সাতটিতে দাঁড়াবে । ফলে পরিবেশের দূষণ ও দুর্যোগের ব্যাপারে ব্যাপক ও সার্বিকভাবে তত্ত্বাবধান ও জরীপ করা হবে এবং চীনের দুর্যোগ হ্রাস ও পরিবেশ সংরক্ষণের সামর্থ্যকে উন্নত করা হবে ।
|