ফ্রান্সের প্রধানমন্ত্রী দোমিনিক দ্যা ভিল্লেপিন ১৫ মে ফ্রান্সের সাবেক প্রেসিডেন্ট জ্যাক শিরাকের পদত্যাগ পত্র গ্রহণ করেছেন। যাতে নবনিযুক্ত প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি র একটি নতুন মন্ত্রীসভা গঠনে ইতিবাচক পরিবেশ সৃষ্টি করা যায়।
প্রেসিডেন্ট ভবনের মুখপাত্র সূত্রে জানা গেছে, শিরাক ভিল্লেপিনকে ও তাঁর সংশ্লিষ্ট মন্ত্রী সভার সদস্যদের পদত্যাগের জন্যও অনুরোধ গ্রহণ করেছেন। তবে একটি নতুন মন্ত্রী সভা গঠনের আগে, ভিল্লেপিনের নেতৃত্ত্বাধীন মন্ত্রী সভার সদস্যরা আরও কিছু দিন কাজ করে যাবে।
জানা গেছে, ১৬ মে শিরাক ও সারকোজির মধ্যে প্রেসিডেন্টের ক্ষমতার হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে।
|