১৫ মে পেইচিংয়ে অনুষ্ঠিত "পানি সাশ্রয় অভিযান" এর উদ্বোধনী অনুষ্ঠান থেকে জানা গেছে, বর্তমানে চীনের গ্রামাঞ্চলে ব্যবহৃত পানির পরিমাণ চীনের মোট ব্যবহৃত পানির পরিমাণের প্রায় দুই তৃতীয়াংশ । কিন্তু গ্রামাঞ্চলে পানির ফলপ্রসূ ব্যবহারের হার মাত্র ৪৫ শতাংশ। ফলে পানি সাশ্রয়ের সুপ্ত শক্তি এখনো বিরাট।
এ বছরের "পানি সাশ্রয় অভিযান" এর প্রসঙ্গ হচ্ছে "কৃষি ক্ষেত্রের পানি সাশ্রয় ও নতুন গ্রাম বিনির্মাণ"।
জানা গেছে, চীনের অধিকাংশ কৃষি ক্ষেত্রে পুরোনো পানি দেয়ার পদ্ধতি চালু রয়েছে। পানি দেয়ার জলসেচ প্রয়োগের হার নিম্নতম। তা ছাড়াও কৃষি ক্ষেত্রে পানি দেয়ার পদ্ধতি সেকেলে। উপযুক্ত পানির ব্যবস্থা এখনো প্রতিষ্ঠিত হয় নি। জলসেচ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেছেন, ভবিষ্যতে চীন কৃষি ক্ষেত্রে পানি দেয়ার সাশ্রয়ী প্রযুক্তি জনপ্রিয় করা, জলসেচ প্রকল্পের মেরামত কাজ জোরদার করা, পানি সম্পদ ব্যবস্থাপনা ব্যবস্থার সংস্কার ত্বরান্বিত করার মাধ্যমে কৃষি ক্ষেত্রে পানি ব্যবহারের ফলপ্রসূ হার ও কল্যাণের ক্ষেত্রে উন্নত করবে।
|