আগামী কয়েক বছরে চীন সরকার সংখ্যালঘু জাতি ও জাতীয় এলাকার দারিদ্র্য সমস্যার সমাধানে আরো বেশি প্রচেষ্টা চালাবে । যাতে সংখ্যালঘু জাতির দরিদ্র লোজজনের জীবনযাপনের মান অনেক উন্নত হতে পারে ।
১৬ মে চীনের রাষ্ট্রীয় জাতী বিষয়ক কমিশন থেকে এ খবর পাওয়া গেছে । জানা গেছে , বহু বছরের চেষ্টার ফলে চীনের বিভিন্ন জাতীর অঞ্চলগুলোর অবস্থা এখন অনেক উন্নত হয়েছে । তবে প্রকৃত ও ইতিহাসগত বিভিন্ন কারণে সংখ্যালঘু জাতি ও জাতীয় অঞ্চলের দারিদ্র্য অবস্থা এখনও চিরাজ মান ।
এ পরিস্থিতিতে আগামী কয়েক বছরে চীন সরকার সংখ্যালঘু জাতি ও জাতীগত অঞ্চলের দারিদ্র্য বিমোচন নীতি ও ব্যবস্থাকে আরো উন্নত করবে । এসব ব্যবস্থার মধ্যে রয়েছে : দরিদ্র জাতীয় অঞ্চলের শিল্পের উন্নয়নে আরো বেশি সহায়তা দেয়া , দরিদ্র জাতীয় অঞ্চলে শ্রমিকদের প্রশিক্ষণ দেয়া , এসব অঞ্চলের সামাজিক ত্রাণ ব্যবস্থা স্থাপন করা এবং সংখ্যালঘু জাতির দরিদ্র লোকজনের জন্য সরাসরি সাহায্য ব্যবস্থা জোরদার করা ।
|