চীনের রাষ্ট্রীয় পরিষদের তাইওয়ান বিষয়ক কার্যালয়ের মুখপাত্র লি ওয়েই ই ১৬ মে বলেছেন, চীনের মূলভুভাগের অধিবাসীদর তাইওয়ান ভ্রমণ করতে না পারায় মূলভুভাগের কোনো দোষ নেই ।
তিনি বলেছেন, দু'তীরের বেসরকারী পর্যটন সংস্থা মূলভুভাগের অধিবাসীদের তাইওয়ান পর্যটন নিয়ে ৫ বার আলোচনা করেছিল । আগের আলোচনায় দু'পক্ষের মধ্যে অনেক মতৈক্য হয়েছে ,তবে কিন্তু কিছু সমস্যাও রয়েছে । মূলভুভাগের অধিবাসীদের তাইওয়ান ভ্রমণ বাস্তবায়নের লক্ষে মূলভুভাগ পঞ্চম আলোচনায় সক্রিয় ও আন্তরিকভাবে দু'পক্ষের মধ্যেকার সমস্যা সমাধানের অনেক বাস্তব উপায় দাখিল করেছে । কিন্তু তাইওয়ান পক্ষের প্রতিক্রিয়া ছিল খুবই নেতিবাচক । তারা মূলভুভাগের প্রস্তাব নিয়ে কোনো উত্তর দেয় নি ।
বতর্মানে মূলভুভাগের অধিবাসীদের তাইওয়ান ভ্রমণ সংক্রান্ত বিভিন্ন কাজ সম্পন্ন করা হয়েছে, কিন্তু কখন তা বাস্তবায়ন করা হবে এ সম্পর্কিত কোন সময়সীমা এখন পর্যন্ত নির্ধারণ করা হয় নি ।
|