চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং সিন পেই ১৬ মে পেইচিংয়ে বলেছেন , চীন ও যুক্তরাষ্ট্র ৫ থেকে ৮ জুন পর্যন্ত জেনেভায় চীনের মেধাস্বত্ব সুরক্ষা ও প্রকাশনার বাজারে প্রবেশ বিষয় নিয়ে দ্বিপক্ষীয় আলোচনা করবে ।
গত ৯ এপ্রিল যুক্তরাষ্ট্র চীনের মেধাস্বত্ব সুরক্ষা ও প্রকাশনার বাজারে প্রবেশ সংক্রান্ত সমস্যা নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থার কাছে আবেদন করেছে । এ সংস্থার বিরোধ মেটানোর নীতিমালা অনুযায়ী যুক্তরাষ্ট্রের আবেদনের পর চীন ও যুক্তরাষ্ট্রের নিজেদের মধ্যে ৬০ দিন আলোচনার সময় পাবে । এ সময়ের মধ্যে দু'পক্ষের ঐকমত্য না হলে বিশ্ব বাণিজ্য সংস্থা বিরোধ নিরসনের জন্য একটি কমিশন গঠন করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে । বর্তমানে বিশ্ব বাণিজ্য সংস্থায় চীনের স্থায়ী প্রতিনিধির মাধ্যমে চীনের বাণিজ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের আলোচনার আবেদনটি গ্রহণ করেছে ।
|