ফুলকে যেমন ভাবাসে ভ্রমর
তেমনি করেই আমি ভালবাসি
সি আর আই তার বাংলা অনুষ্ঠান
সাগর যেমন ভালবাসে নদী
তেমনি করেই ভালবাসি আমি সি আর আই
মা পাখি যেমন করে ভালবাসে তার ছানা
তেমনি করেই আমি ভালবাসি প্রতিটি অনুষ্ঠান
যেমন জমিন চেয়ে থাকে আকাশের দিকে
কখন পড়বে তার বুকে এক ফোটা বৃষ্টি
তেমনি করেই আমি চেয়ে থাকি কখন আসবে সন্ধ্যা রাত্রী
কখন শুরু হবে আমার প্রিয় সি আর আই-এর
বাংলা অনুষ্ঠান আমি শুনবো
সি আর আই তুমি অমর হয়ে বরে।
চিরকাল শ্রোতার হৃদয় জুড়ে।
---বাংলাদেশের নাওগাঁ জেলার রঘুনাথপুর গ্রামের মো: আলমগীর কবির।
|