চীনের প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাও ১৫ মে বলেছেন, চীন অব্যাহতভাবে আফ্রিকা উন্নয়ন ব্যাংকের মাধ্যমে ও অন্যান্য পদ্ধতিতে আফ্রিকার দেশগুলোকে সাহায্য করবে ।
ওয়েন চিয়া পাও'র সঙ্গে আফিকা উন্নয়ন ব্যাংকের প্রধান ডোনান্ড কাবেরুকার সাক্ষাত্কালে ওয়েন চিয়া পাও বলেছেন, ১৯৮৫ সালে চীন আফ্রিকা উন্নয়ন ব্যাংকে অংশ নেয়ার পর দু'পক্ষই নানা ধরনের কার্যকর সহযোগিতা চালিয়েছে । চীন আফ্রিকা উন্নয়ন ব্যাংকের মাধ্যমে আফ্রিকান দেশগুলোর সঙ্গে উন্নয়ন ও দারিদ্র বিমোচনের অভিজ্ঞতা বিনিময় করেছে এবং ৩১.৪ কোটি মার্কিন ডলার ত্রাণ সাহায্য দিয়েছে । এ পর্যন্ত চীন আফ্রিকার ৮টি দেশের ১৪টি প্রকল্পকেও সাহায্য করেছে । তিনি বলেছেন, চীন আফ্রিকার দেশগুলোর সঙ্গে সম্পর্কের উন্নয়ন স্বচ্ছন্দ এবং উন্মুক্ত । চীন আন্তরিকভাবে আফ্রিকাকে সাহায্য করেছে এবং কোনো শর্ত আরোপ করে নি । চীন আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আফ্রিকাকে সাহায্য করার ব্যাপারে সহযোগিতা ও বিনিময় করতে ইচ্ছুক ।
|