v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-15 20:54:37    
চীনের আংশিক সংখ্যালঘু জাতি নিজ নিজ ভাষার সফট ওয়্যার বিশিষ্ট মোবাইল ফোন ব্যবহার করবে   

cri

    চীনের উইগুর জাতির মধ্যে যারা হান ভাষা বেশি জানেন না , তারা এখন নিজ জাতির ভাষার সফট ওয়্যার বিশিষ্ট মোবাইল ফোন ব্যবহার করে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবের সঙ্গে ম্যাসেজ বিনিময় করতে পারছেন । চীনের একটি ডিজিট্যাল প্রযুক্তি উন্নয়ন কোম্পানি এই ধরনের মোবাইল ফোন তৈরী করেছে । সম্প্রতি এই কোম্পানির উদ্যোগে মোবাইল ফোনে ব্যবহার্য মঙ্গোলিয় , তিব্বতী , কোরীয় ও কাজাখসহ ন'টি সংখ্যালঘু জাতির ভাষার সফট ওয়্যার তৈরী করা হয়েছে । ফলে এই ন'টি সংখ্যালঘু জাতি শীঘ্রই নিজ নিজ ভাষার সফট ওয়্যার বিশিষ্ট মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন । আজ এই অনুষ্ঠানে এ সম্পর্কে আপনাদের কিছু বলছি আমি…

    এই সব মোবাইল ফোনে ব্যবহার্য সংখ্যালঘু জাতির ভাষার সফট ওয়্যার পেইচিং ইন্টারনেট ও টেলি-যোগাযোগ ডিজিট্যাল প্রযুক্তি কোম্পানির উদ্যোগে তৈরী করা হয়েছে । কোম্পানির জেনারেল ম্যানেজার চাং ইয়ান এই ধরনের মোবাইল ফোনের সফট ওয়্যারের বৈশিষ্ট্য প্রসঙ্গে বলেন ,

    সংখ্যালঘু জাতির জন্য এই ধরনের মোবাইল ফোন ব্যবহারের সুবিধা অনেক । যারা হান ভাষা জানেন না বা অল্প জানেন , তাদের জন্য প্রতিটি কাজের ভূমিকা সহজেই বোঝা যায় । দ্বিতীয়তঃ এই ধরনের মোবাইল ফোনের মাধ্যমে সংখ্যালঘু জাতির ভাষায় ম্যাসেজ বিনিময় করা যায় ।

    চীনে সংখ্যালঘু জাতিগুলোর জনসংখ্যা ১০ কোটিরও বেশি । এর মধ্যে ৭ কোটি লোক নিজ নিজ জাতির ভাষা ব্যবহার করেন । সংখ্যালঘু জাতির পশু পালকদের জন্য স্থায়ী বাসস্থান গড়ে তুললে চলবে না । তাদের জীবনধারা ভ্রাম্যমাণ । দূরে এবং বাইরে বেশি সময় থাকার জন্য পরিবার পরিজনের সঙ্গে যোগাযোগ রক্ষা করতে মোবাইল ফোনের আরো বেশি প্রয়োজন । যেখানে মোবাইল ফোনের মাধ্যমে কন্ঠস্বর পাঠানোর শক্তি দুর্বল , সেখানে ম্যাসেজের মাধ্যমে তথ্য বিনিময় করা আরো সহজ । সুতরাং এই কোম্পানির জেনারেল ম্যানেজার চাং ইয়ান মনে করেন , সংখ্যালঘু জাতির ভাষার সফট ওয়্যার বিশিষ্ট মোবাইল ফোন তৈরী ও বিক্রির ব্যাপক ভবিষ্যত সম্ভাবনা রয়েছে ।

    আসলে তিন বছর আগেই ইন্টারনেট ও টেলি-যোগাযোগ কোম্পানি চীনের রাজধানী টেলি-যোগাযোগ শিল্প গোষ্ঠী ও সিনচিয়াং মোবাইল কোম্পানির সঙ্গে মিলে উইগুর ভাষার সফট ওয়্যার বিশিষ্ট প্রথম মোবাইল ফোন তৈরী করেছে । তা উইগুর জাতির অধিবাসীদের কাছে প্রশংসিত হয়েছে । উইগুর জাতির মেয়ে আজারগাল এই ধরনের মোবাইল ফোনের একজন গ্রাহক । তিনি সংবাদদাতাকে বলেন , উইগুর ভাষার সফট ওয়্যার বিশিষ্ট মোবাইল ফোন ব্যবহারে আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবদের সঙ্গে তার যোগাযোগের অনেক সুবিধা হয়েছে ।

    আগে ম্যাসেজ পাঠানোর জন্য হান ভাষায় ব্যবহার করা হতো । এটা সংখ্যালঘু জাতির জন্য ছিল খুব কষ্টকর । কারণ হান ভাষা সংখ্যালঘু জাতির মাতৃভাষা নয় । আজারগাল স্কুলে উইগুর ভাষায় লেখাপড়া করেছেন । সংখ্যালঘু ভাষার সফট ওয়্যার বিশিষ্ট মোবাইল ফোন পাওয়ার পর তার নিত্যদিনের জীবনে অনেক সুবিধা হয়েছে । এখন তিনি মোবাইল ফোনের মাধ্যমে যে কোন সময় পরিবার পরিজন ও বন্ধু বান্ধবের সঙ্গে কথোপকথন বা ম্যাসেজ বিনিময় করতে পারেন ।

    উইগুর ভাষার সফট ওয়্যার বিশিষ্ট মোবাইল ফোন চালু হওয়ার পর ইন্টারনেট ও টেলি-যোগাযোগ কোম্পানি একই ধরনের প্রযুক্তি কাজে লাগিয়ে আরো ন'টি সংখ্যালঘু জাতির ভাষা বিশিষ্ট সফট ওয়্যার তৈরী করেছে । এই সব মোবাইল ফোন চীনের তথ্যায়ন বিশেষজ্ঞদের প্রশংসা পেয়েছে । বর্তমান তথ্যায়ন যুগে সংখ্যালঘু জাতির ভাষা ও তথ্যায়নের কাজকে ত্বরান্বিত করা চীনের বিভিন্ন স্তরের সরকারের অন্যতম প্রধান কাজে পরিণত হয়েছে । গত ২০ বছরে গবেষণার মাধ্যমে চীনের সংখ্যালঘু জাতির ভাষার তথ্যায়নের কাজ বেশ বিকশিত হয়েছে । এ পর্যন্ত চীনের সংখ্যালঘু জাতির ভাষা ও তথায়নের কাজে রাষ্ট্রীয় পর্যায়ের মানদন্ড নির্ধারণ করা হয়েছে , প্রায়োগিক সফট ওয়্যার তৈরী করা হয়েছে এবং এর মধ্যে বেশ কয়েকটি সংখ্যালঘু জাতির ভাষার সফট ওয়্যারের শিল্পায়ন বাস্তবায়িত হয়েছে । চীনের চীনা ভাষার তথ্যায়ন সমিতির বিশেষজ্ঞ হুয়া শাও হো বলেছেন ,

    চীনে কম্টিউটারে সংখ্যালঘু জাতির ভাষার সফট ওয়্যার ব্যবহার নিয়ে গবেষণার কাজ শুরু হয়েছে অনেক আগে থেকেই । এখন বহু সংখ্যালঘু জাতির ভাষা কম্পিউটারে কাজে লাগানো হচ্ছে । কিন্তু সংখ্যালঘু জাতির ভাষার সফট ওয়্যার মোবাইল ফোনে এই প্রথম বারের মতো ব্যবহৃত হচ্ছে ।

    তিনি মনে করেন যে , সংখ্যালঘু জাতির মোবাইল ফোন গ্রাহকরা নিজ নিজ জাতির ভাষার সফট ওয়্যার ব্যবহার করে যে ম্যাসেজ গ্রহণ করেন , তাতে তাদের জাতীয় ভাষা ব্যবহারের ক্ষমতা বাড়ানোর জন্য উপকৃত হবে এবং সংখ্যালঘু জাতির ভাষার উত্তরাধিকার সূত্রে গ্রহণ করা ও উন্নয়নকে ত্বরান্বিত করা হবে । এ প্রসঙ্গে ইন্টারনেট ও টেলি-যোগাযোগ কোম্পানির জেনারেল ম্যানেজার চাং ইয়ানও এক মত হয়ে বলেছেন ।

    মোবাইল ফোনে প্রতি দিন নিজ জাতির ভাষা ব্যবহার করা গেলে তার ভাষা ব্যবহারের নৈপুণ্য বাড়ানো হবে । এতে সংখ্যালঘু জাতির ভাষার সুরক্ষা ও উন্নয়নের জন্য সহায়ক হবে ।

    এখন সংখ্যালঘু জাতির ভাষার সফট ওয়্যার গবেষণা ও তৈরী কাজে নিয়োজিত ইন্টারনেট ও টেলি-যোগাযোগ কোম্পানি দেশের বেশ কয়েকটি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা চালাচ্ছে । এ বছরের শেষ নাগাদ বাকী ন'টি সংখ্যালঘু জাতির ভাষার সফট ওয়্যার বিশিষ্ট মোবাইল ফোন বাজারে আসবে বলে তারা আশা করে । খবরে প্রকাশ চীনের প্রসিদ্ধ ইলেকট্রনিক্স শিল্প গোষ্ঠী মোবাইল ফোনে তিব্বতী ভাষার সফট ওয়্যার ব্যবহার ও ম্যাসেজ গ্রহণের গবেষণা কাজ শুরু করেছে । এই ধরনের মোবাইল ফোনের মাধ্যমে পরবর্তী চীনের ঐতিহ্যবাহী বসন্ত উত্সবে তিব্বতীদের শুভেচ্ছা জানানো হবে বলে আশা করা হচ্ছে । এই খবর জেনে অন্যান্য সংখ্যালঘু জাতি যার যার ভাষার সফট ওয়্যার বিশিষ্ট মোবাইল ফোন ব্যবহারের ইচ্ছাও প্রকাশ করেছে । কাজাখ জাতির মেয়ে জানার বলেন , তিনি এই ধরনের মোবাইল ফোন ব্যবহারের অপেক্ষায় রইলেন ।

    জানা গেছে , চীনে মোট ১৯টি সংখ্যালঘু জাতির ভাষার সফট ওয়্যার বিশিষ্ট মোবাইল ফোন গবেষণা ও তৈরীর কথা বিবেচনা করা হচ্ছে । ইন্টারনেট ও টেলি-যোগাযোগ কোম্পানির একজন দায়িত্বশীল কর্মকর্তা বলেছেন , ভবিষ্যতে কোম্পানির উদ্যোগে আরো কয়েকটি সংখ্যালঘু জাতির ভাষার সফট ওয়্যার বিশিষ্ট মোবাইল ফোন গবেষণা ও তৈরী করার একটি কার্যক্রম চালু করা হবে ।