চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইউ ১৫ মে পেইচিংয়ে বলেছেন, চীন আফ্রিকার সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে পরিবেশ সংরক্ষণ ক্ষেত্রে সংলাপ ও সহযোগিতাকে জোরদার করতে ইচ্ছুক, যাতে আফ্রিকার টেকসই উন্নয়নে অবদান রাখা যায় ।
তিনি বলেছেন, জলসেচ ও বিদ্যুত অবকাঠামো হল আফ্রিকার দেশগুলোর স্বার্থ জড়িত প্রকল্প, যা আফ্রিকার দেশগুলোর অর্থনীতির দীর্ঘকালীন উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। চীন সহযোগিতার মাধ্যমে স্থানীয় অধিবাসীদের জীবনযাত্রার মান উন্নয়নের ওপর গুরুত্ব দিয়েছে এবং এসব প্রকল্পের পরিবেশের প্রভাবের ওপরও দৃষ্টি রেখেছে । এর পাশাপাশি নির্দিষ্টভাবে পরিবেশ সংরক্ষণের মানদন্ড চালু করেছে । চীন আফ্রিকায় চীনা শিল্প প্রতিষ্ঠানগুলোকে স্থানীয় আইন অনুসরণ করার জন্যও বলেছে । সংশ্লিষ্ট সংবাদমাধ্যম বলেছে, চীন ও সুদানের সঙ্গে যৌথভাবে নির্মিত জলসেচ প্রকল্প সুদানের অর্থনীতির উন্নয়নকে ত্বরান্বিত করবে এবং স্থানীয় অধিবাসীদের জীবনযাত্রায় পরিবর্তন এলে দেবে।
|