v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-15 19:43:29    
বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে তাইওয়ান সম্পর্কিত প্রস্তাব প্রত্যাখ্যান

cri

    ৬০তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ১৪ মে সকালে জাতিসংঘের ইউরোপীয় সদর দপ্তর --- জেনেভার প্যালেইস দেস ন্যাশনস-এ শুরু হয়েছে। সম্মেলনে গুটি কয়েক দেশ উত্থাপিত তাইওয়ানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য করার প্রস্তাব সেদিন বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে প্রত্যাখ্যান করা হয়েছে। বিশ্ব স্বাস্থ্য সম্মেলন এই নিয়ে ১১ বার তাইওয়ান সম্পর্কিত প্রস্তাবকে প্রত্যাখ্যান করা হয়েছে।

   ৬০তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলন সেদিন সকালে উদ্বোধনী অনুষ্ঠানের পর সাধারণ কাজকর্ম কমিটির রুদ্ধ কক্ষ অধিবেশন আয়োজন করেছে। কমিটি পঞ্চম আলোচ্য বিষয় অর্থাত্ তাইওয়ান সম্পর্কিত প্রস্তাবকে অস্থায়ী আলোচ্য বিষয় থেকে বাতিল করার প্রস্তাব করেছে। সেদিন বিকালে অনুষ্ঠিত দ্বিতীয় পূর্ণাংগ অধিবেশনে সাধারণ কাজকর্ম কমিটির এই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

    অধিবেশনে প্রথমে দুটি সমর্থক পক্ষ ও দুটি বিরোধী পক্ষের তর্ক করা হয়েছে। প্রস্তাবের পক্ষ হিসেবে পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মাদ নাসির খান বলেছেন, "তাইওয়ানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সদস্য হওয়ার যে কোন প্রস্তাব আইনের ভিত্তিহীন। এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের সর্বজনীন মৌলিক নীতির সঙ্গে অসংগতি। এ ধরনের আচরণ "জাতিসংঘ সনদ" লঙ্ঘন করবে।"

   নাসির খান মনে করেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বিশ্বের স্বাস্থ্য সংক্রান্ত নানা গুরুত্বপূর্ণ সমস্যার ওপর আরো বেশি মনোযোগ দেয়া উচিত, তাইওয়ানের স্পষ্ট রাজনৈতিক অপচেষ্টা আর স্বাস্থ্যের সঙ্গে কোন সম্পর্ক নেই এমন ব্যাপার নিয়ে সময় নষ্ট করা উচিত না।তিনি বলেছেন, "বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বাধ্য হয়ে বার বার তাইওয়ান সমস্যা নিয়ে আলোচনা করা উপযুক্ত নয়। কারণ তাইওয়ানের মর্যাদা ৩০ বছর আগে নির্ধারিত হয়েছে। জাতিসংঘের সিদ্ধান্ত ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিদ্ধান্তে সংশ্লিষ্ট নিয়মকানুন রয়েছে।"

    চীনের প্রতিনিধি দলের নেতা, স্বাস্থ্য মন্ত্রী কাও ছিয়াং ভাষণে বলেছেন, তাইওয়ান কর্তৃপক্ষের উদ্দেশ্য তাইওয়ানী জনগণের স্বাস্থ্য ও কল্যাণের জন্য নয়, এটা পুরোপুরি তাইওয়ান দ্বীপের রাজনৈতিক প্রয়োজনের জন্য। তিনি বলেছেন, "এ প্রস্তাবটি তাইওয়ান কর্তৃপক্ষের তথাকথিত জনগণের স্বাস্থ্য রক্ষা করার ছদ্মবেশ আবরণ উন্মোচিত হয়েছে। তাদের চীনকে বিচ্ছিন্ন করার রাজনৈতিক উচ্চকাঙ্ক্ষা প্রকাশিত হয়েছে। এই প্রস্তাবের উদ্দেশ্য তাইওয়ানের জনগণের জীবনযাপনের জন্য নয়। এর আসল উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক মঞ্চে "তাইওয়ানের স্বাধীনতা" অন্বেষণ করা এবং তাইওয়ানের কোন রাজনীতিবিদের নির্বাচনের জন্য পরিসেবা করা।"

    তাইওয়ানের গণ স্বাস্থ্য প্রসঙ্গে কাও ছিয়াং নিজের মন্তব্য ব্যক্ত করেছেন। তিনি বলেন, "চীন সরকার বরাবরই তাইওয়ানবাসীদের স্বাস্থ্যের ওপর গুরুত্ব দেয় এবং যথাসাধ্য প্রচেষ্টায় তাইওয়ানের জনগণের স্বাস্থ্যের অধিকার ও স্বার্থ রক্ষা করতে ইচ্ছুক। তাইওয়ানবাসীদের স্বাস্থ্যের জন্য কল্যাণমূলক কাজ এবং দু'পারের বিনিময় ত্বরান্বিত করার ক্ষেত্রে হিতকর কাজ আমরা যথাসাধ্য প্রচেষ্টা করবো এবং ভাল করার চেষ্টা করি। এটা কেবল কথা নয়, আমরা তাই করছি।"

    তর্কের পর সাধারণ কাজকর্ম কমিটির প্রস্তাব নিয়ে ভোটদান হয়েছে। ভোটদানের পর নব নির্বাচিত ৬০তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের চেয়ারম্যান, অষ্ট্রেলিয়ার স্বাস্থ্য মন্ত্রী ম্যাডাম জান হালটন ভোটদানের ফলাফল ঘোষণা করেছেন। তিনি বলেছেন, "পক্ষে ১৪৮টি ভোট, বিপক্ষে ১৭টি ভোট, মোট ১৬৫টি সদস্য ভোটদানে অংশগ্রহণ করেছে। প্রস্তাবটি অনুমোদনের জন্য ৮৩টি ভোট দরকার। ফলে এ প্রস্তাবটি নিরঙ্কুশ গরিষ্ঠতা ভোট পেয়ে অনুমোদিত হয়েছে।"