v চীন আন্তর্জাতিক বেতারv বাংলা বিভাগv চীনের বিশ্ব কোষ
China Radio International
পর্যটনসংস্কৃতিবিজ্ঞানখেলাধুলাকৃষিসমাজঅর্থ-বাণিজ্যশিক্ষার আলো
চীনা সংবাদ
বিশ্ব সংবাদ
চীনের কণ্ঠ
সংবাদ ব্যক্তিত্ব
সংবাদের প্রেক্ষাপট
নানা দেশ
কুইজ
আবহাওয়া

মহা মিলন ২০০৮ পেইচিং অলিম্পিক গেমস

ভয়াবহ ভূমিকম্প দক্ষিণ-পশ্চিম চীনে আঘাত হেনেছে

লাসায় ১৪ মার্চ যা ঘটেছিল

ইয়ুন নান প্রদেশ

দক্ষিণ এশিয়া

তৃতীয় নয়ন
আরো>>
(GMT+08:00) 2007-05-15 19:35:00    
চীন নারী ও শিশুদের অধিকার ও স্বার্থ রক্ষার জন্য কার্যকর ব্যবস্থা নেবে

cri

    চীনের রাষ্ট্রীয় পরিষদের নারী ও শিশু বিষয়ক কমিটির একজন দায়িত্বশীল কর্মকর্তা ১৫ মে পেইচিংয়ে বলেছেন , গত কয়েক বছর ধরে নারী ও শিশুদের অস্তিত্ব,সুরক্ষা ও উন্নয়ন সম্পর্কিত সমস্যার সমাধানে চীন সরকার বহু বিধ শক্তি নিয়োগ করেছে । ফলে এই ক্ষেত্রের কাজে বেশ অগ্রগতি হয়েছে । নারী ও শিশু বিষয়ক কাজের উন্নয়নে চীন সরকার অব্যাহতভাবে বাস্তব ও কার্যকর ব্যবস্থা নেবে ।

    ১৫ মে পেইচিংয়ে চীনের রাষ্ট্রীয় পরিষদের নারী ও শিশু বিষয়ক কমিটির ভাইস চেয়ারম্যান হুয়াং ছিংই এক সংবাদসম্মেলনে বলেছেন , চীনের নারী ও শিশু বিষয়ক কাজের টেকসই উন্নয়ন ত্বরান্বিত করার জন্য২০০১ সালের মে মাসে চীনের রাষ্ট্রীয় পরিষদ " চীনের নারীদের উন্নয়ন কর্মসূচী" এবং " চীনের শিশুদের উন্নয়ন কর্মসূচী" প্রকাশ করেছে । এই দুটো কর্মসূচীর কার্যমেয়াদ দশ বছর । সমাজের বিভিন্ন ক্ষেত্রের যৌথ প্রচেষ্টায় কর্মসূচী দুটো চালু করার কয়েক বছরের মধ্যেই নারী ও শিশু বিষয়ক কাজে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে । মাদাম হুয়াং বলেছেন , বিগত কয়েক বছরে চীনের নারীদের কর্মসংস্থানের আনুপাত বেড়েছে । গোটা সমাজের কর্মসংস্থানে নারীর অনুপাত ৪৫ শতাংশে দাঁড়িয়েছে । এর পাশাপাশি গ্রামের দরিদ্র নারীর সংখ্যা আগের চেয়ে ৪০ লাখ কমেছে । সরকারী ও রাজনৈতিক ব্যাপারে অংশগ্রহণকারী নারীদের সংখ্যা বেড়ে যাচ্ছে এবং নারী ও শিশুদের শিক্ষার মান উন্নত হয়েছে ।

    তাছাড়া চীনের নারী ও শিশুদের স্বাস্থ্যের অবস্থাও অনেক উন্নত হয়েছে । ২০০০ সালে চীনের বিশটিরও বেশি প্রদেশের ৩০ কোটি মানুষের মধ্যে"গর্ভবতী ও প্রসূতীদের মৃত্যু হার কমিয়ে দেয়া এবং নবাগত শিশুদের ধনুষ্টংকা নির্মূলীকরণ " শিরোনামে একটি প্রকল্প চালু হয়েছে । প্রকল্পটিতে চীন সরকার বিপুল পরিমাণের বিশেষ অর্থ বরাদ্দ করেছে । নিম্ন স্তরের চিকিত্সকদের প্রশিক্ষণ এবং দরিদ্র বিমোচনে এই বিশেষ অর্থ কাজে লাগাবে । প্রকল্পটি চালু হওয়ার কয়েক বছরে গর্ভবতী , প্রসূতী ও শিশুদের মৃত্যুর হার বিপুল পরিমানে হ্রাস পেয়েছে । নারীদের গড়পরতা আয়ু ৭৪ বছরে উন্নীত হয়েছে । এর পাশাপাশি আইনগত দিক থেকে নারী ও শিশুদের প্রতি সংশ্লিষ্ট সংস্থার সাহায্য ও পরিসেবা আরও জোরদার হয়েছে । নারী ও শিশুদের ওপর অপরাধের সংখ্যা কার্যকরভাবে নিয়ন্ত্রণে আনা হয়েছে ।

    মাদাম হুয়াংও স্বীকারকরেছেন যে, চীনের নারী ও শিশুদের উন্নয়নেকিছু সমস্যা ও অসুবিধাও রয়েছে । যেমন ,নারী ও শিশু উন্নয়নে শহর ও গ্রামাঞ্চলের পার্থক্য। নারী ও শিশুদের স্বাস্থ্যের সমস্যা, নারী ও শিশুদের অধিকার ও স্বার্থ রক্ষার সমস্যাসহ নানা ধরণের নতুন সমস্যা দেখা হয়েছে । এজন্য চীন সরকার সার্বিকভাবে নারী ও শিশুদের অধিকার ও স্বার্থ রক্ষার্থে অব্যাহতভাবে বাস্তব ও কার্যকর ব্যবস্থা নেবে ।

    চীন দেশের কোটিকোটি কৃষক দীর্ঘকাল ধরে শহরে মজুরী করে আসছেন । একারণে এক বিশেষ জন গোষ্ঠীঅর্থাতবাবা মা কাছে নেই এমন গ্রামীণ শিশু দল গড়ে তোলা হয়েছে । দীর্ঘকাল ধরে বাবামার ভালবাসার অভাবে সেই সব শিশুদের লালনপালন , শিক্ষা এমন কি নিরাপত্তার ব্যাপারে সমস্যা দেখা দিয়েছে ।এখন চীনের গ্রামাঞ্চলে এমন শিশুর সংখ্যা প্রায় ২ কোটি । তাদের বড় হওয়া এবং জীবনযাপনের পরিবেশ সকলকে আকৃষ্ট করে । এ সম্পর্কে মাদাম হুয়াং বলেছেন , গ্রামাঞ্চলে স্কুলে থেকে লেখাপড়ার ব্যবস্থাপ্রতিষ্ঠার কাজ জোরদারের মাধ্যমে বাবা মা কাছে নেই এমন গ্রামীণ শিশুদের লেখাপড়া ও জীবনযাপনের সমস্যার সমাধান করা হবে । স্থানীয় সরকার , স্কুল , পরিবার এবং কমিউনিটির যৌথ বহুমুখী নেট গড়ে তোলার মাধ্যমে সেই সব শিশুদের লালনপালন করা হবে ।

    জানা গেছে , এ বছর চীন সরকার গ্রামাঞ্চলে সার্বিকভাবে বাধ্যতামূলক শিক্ষার ব্যবস্থা চালু করবে এবং নানা ফি মওকুব করবে । এতে গ্রামাঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক স্কুলের ১৫ কোটি ছাত্রছাত্রীরা উপকৃত হবে ।