৬০তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় তাইওয়ানের অন্তর্ভুক্তি সংক্রান্ত যে বিল প্রত্যাখ্যান করা হয়েছে , সে সম্পর্কে বক্তৃতা দেয়ার সময় চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চিয়াং ইয়্যু বলেছেন , তাইওয়ান কর্তৃপক্ষ স্বাস্থ্য সমস্যাকে কাজে লাগিয়ে স্বাধীন তাইওয়ানের যে অপপ্রয়াস চালিয়েছে , তা ব্যর্থ হতে বাধ্য ।
১৪ মে ৬০তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে তাইওয়ান কর্তৃপক্ষের উস্কানিতে কয়েকটি দেশ তাইওয়ানকে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় অন্তর্ভুক্ত করার একটি বিল উপস্থাপন করে । বিশ্ব স্বাস্থ্য সংস্থার সদস্য দেশগুলো দৃঢ়ভাবে এই যুক্তিহীন প্রস্তাবের বিরোধীতা করেছে । সম্মেলন দ্ব্যর্থহীনভাবে তা প্রত্যাখ্যান করেছে ।
চিয়াং ইয়্যু বলেছেন , বিশ্ব স্বাস্থ্য সংস্থা জাতিসংঘের এমন একটি সংস্থা , যা সার্বভৌম দেশগুলো নিয়ে গঠিত । এই সংস্থায় অন্তর্ভুক্ত হওয়ার যোগ্যতা তাইওয়ানের নেই ।
|