৬০তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অংশগ্রহণকারী চীনের প্রতিনিধি দলের নেতা , স্বাস্থ্যমন্ত্রী কাও ছাং ১৫ মে জেনিভায় আন্তর্জাতিক স্বাস্থ্য ও নিরাপত্তা ক্ষেত্রে চীনের দৃষ্টিভঙ্গি বর্ণনা করেছেন ।
অধিবেশনে তিনি বলেছেন , চীন বিশ্ব সম্প্রদায়ের সঙ্গে যৌথভাবে আন্তর্জাতিক স্বাস্থ্য ও নিরাপত্তা বিষয়ক ব্যবস্থা কার্যকর করা নিয়ে আলোচনা এবং বিশ্ব জনগণ যাতে আরো নিরাপদ পরিবেশে বসবাস করতে পারে সে জন্য প্রচেষ্টা চালাতে ইচ্ছুক । তিনি বলেছেন , আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ক নিয়মবিধি এ বছরের ১৫ জুন আনুষ্ঠানিকভাবে চালু হবে । চীন সরকার ৫৯তম বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে অনুমোদিত সংশ্লিষ্ট প্রস্তাব বাস্তবায়নে সম্মত হয়েছে এবং অবিলম্বে ও স্বতপ্রণোদিতভাবে নিয়মবিধির সংশ্লিষ্ট ধারা মেনে চলবে । চীন ঘোষণা করেছে যে , এ নিয়মবিধি হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চল , ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চল ও তাইওয়ান প্রদেশসহ সমগ্র চীনের জন্য উপযোগী ।
তিনি আরো বলেছেন , আফ্রিকাসহ উন্নয়নশীল দেশগুলোতে চিকিত্সা ও স্বাস্থ্য রক্ষার কাজ ত্বরান্বিত করার জন্য চীন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ৮০ লাখ মার্কিন ডলার অনুদান দেবে ।
|