চীনের জাতীয় গণ কংগ্রেসের স্থায়ী কমিটির ভাইস চেয়ারম্যান কু সিউ লিয়ান ১৫ মে পেইচিংয়ে বলেছেন, আমি আশা করি, চীন ও দক্ষিণ কোরিয়ার নারীদের বিনিময় অব্যাহতভাবে জোরদার হবে। যাতে দু'দেশের সার্বিক সহযোগিতাপূর্ণ অংশীদারিত্বের সম্পর্কের উন্নয়নকে অব্যাহতভাবে যৌথভাবে এগিয়ে নেয়া যায়।
এদিন তিনি দু'দেশের নারীদের বন্ধুত্বপূর্ণ বিনিময় সংক্রান্ত এক কর্মসূচীতে বলেছেন, দীর্ঘদিন ধরে দু'দেশের নারীরা দু'দেশের অর্থনৈতিক উন্নয়ন ,সংস্কৃতিকে সমৃদ্ধ করা এবং সামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
তিনি আশা করেন, দু'দেশের নারী কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ১৫তম বার্ষিকীর মাধ্যমে দু'দেশের বিনিময় ও সহযোগিতাকে গভীর করা এবং সুষম ,শান্তি ও সমৃদ্ধ বিশ্ব গড়ে তোলার জন্য অবদান রাখবে।
|