শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর যৌথ সন্ত্রাসদমন সামরিক মহড়া সংক্রান্ত বিশেষজ্ঞদের চতুর্থ দফা আলোচনা ১৫ মে সকালে উত্তরপশ্চিম চীনের উরুমুচিতে অনুষ্ঠিত হয়েছে।
শাংহাই সহযোগিতা সংস্থার সদস্য দেশগুলোর বিভিন্ন সামরিক বিশেষজ্ঞ গ্রুপ "পারস্পরিক উপকারিতা, সুষম অংশ গ্রহণ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নীতি অনুযায়ী, সামরিক মহড়ার প্রস্তাবে প্রধানত গবেষণা চালানো, মহড়া সম্পর্কিত স্বয়ংসম্পর্ণ বইপত্র প্রকাশ করা এবং মহড়ার প্রথম পর্যায়ের কৌশলগত স্থান অনুসন্ধান করা।
এবারের আলোচনা চার দিন ধরে চলবে।
|