১৫ মে আফগানিস্তানের একজন কর্মকর্তা জানিয়েছেন, ন্যাটোর নেতৃত্বাধীন আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী দক্ষিণ আফগানিস্তানের কান্দাহার প্রদেশে বিমান হামলা চালিয়ে তালিবানের ৬০ জনেরও বেশি যোদ্ধাকে হত্যা করেছে ।
আন্তর্জাতিক নিরাপত্তা বাহিনী এদিন ভোরে তালিবান যোদ্ধাদের দু'টি গোপন ঘাটির ওপর বিমান হামলা চালায় । এতে ৬০ জনেরও বেশি যোদ্ধা নিহত হয়েছে ।এদের মধ্যে ৩ জন আঞ্চলিক কমাণ্ডারও রয়েছে । কিন্তু এ পর্যন্ত ন্যাটো এ ঘটনা সম্পর্কে কোনো বিবৃতি প্রকাশ করে নি ।
চলতি বছর আফগানিস্তানের হিংসাত্মক ঘটনা অব্যাহতভাবে ঘটছে । এ পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী ১১০০জনেরও বেশি লোক বিভিন্ন হামলায় প্রাণ হারিয়েছে ।
|