সম্প্রতি চীনের উত্তর-পশ্চিমাঞ্চলের শা'ন সি প্রদেশ হান ভাষাকে আন্তর্জাতিকায়নের জন্য সিদ্ধান্ত নিয়েছে। এ সিদ্ধান্ত অনুযায়ী, ২০১০ সালে শা'ন সি প্রদেশের অন্যতম বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে বিশ্বে মোট ৫টি কনফুসিয়াস ইন্সটিটিউট স্থাপন করা সম্ভব হবে।
শা'ন সি প্রদেশের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের হান ভাষা উন্নয়নের ক্ষেত্রে যথেষ্ট যোগ্যতা রয়েছে। সারা চীনে মানের দিক থেকে এসব বিশ্ববিদ্যালয়ের অবস্থান রয়েছে তৃতীয় স্থানে। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বলেছেন, বিশ্বে কনফুসিয়াস ইন্সটিটিউট স্থাপনের বিষয়টি ছাড়াও , শা'ন সি প্রদেশ চীনে আসা বিদেশী ছাত্রছাত্রীদের সংখ্যা বাড়ানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছে । একই সঙ্গে বিদেশী ছাত্রছাত্রীদের হান ভাষার ওপর পরীক্ষা নেয়ার বিশেষ ব্যবস্থাও নেয়া হচ্ছে।
|