ইসরাইলী প্রতিরক্ষা বাহিনীর সদর দফতর ১৪ মে সার্বিক মহড়া শুরু করেছে , যাতে উত্তেজনাময় পরিস্থিতি মোকাবেলা করার ব্যাপারে ইসরাইলের প্রতিরক্ষা বাহিনীর নেতৃমন্ডলীর নীতি প্রণয়নের ক্ষমতা যাচাই করা যায় ।
গত বছর লেবানন-ইসরাইল সংঘর্ষ থেকে শিক্ষার ভিত্তিতে এবারের এই মহড়া চালানো হচ্ছে । এই মহড়া কয়েক দিন স্থায়ী হবে । সংশ্লিষ্ট বিভাগ যুদ্ধের প্রস্তুতি হিসেবে বেশ কয়েকটি পরিবেশ ও অবস্থা নির্ধারণ করেছে । কিন্তু মহড়া বিষয়ক বিষয়বস্তু আনুষ্ঠানিকভাবে মহড়া শুরু হওয়ার পর পরই প্রকাশিত হল । এই মহড়ায় নৌ , স্থল ও বিমান বাহিনীর সৈন্য এবং সমর সজ্জাকে কাজে লাগানো হবে না ।
খবরে প্রকাশ , ইসরাইলের প্রধানমন্ত্রী এহুদ ওলমার্ট , প্রতিরক্ষা মন্ত্রী আমীর পেরেত্জ ও উপ-প্রতিরক্ষা মন্ত্রী ইফরাইন স্নেহ্ এই মহড়ায় উপস্থিত ছিলেন ।
|